খুলনায় আয়োজিত হলো ট্রেইনারস ট্রেনিং কর্মশালা

বাংলাদেশের উপকূলীয় এলাকার মেয়ে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে আগ্রহী করতে আয়োজিত হলো ট্রেইনারস ট্রেনিং কর্মশালা। ৫ অক্টোবর, শনিবার ‘স্টিম অ্যান্ড আইসিটি স্কিলস ফর গার্লস অব কোস্টাল এরিয়াস’ নামে প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপজেলার ৬টি স্কুলের ৩০ জন শিক্ষক অংশ নেন।

তিনটি আলাদা সেশনে সারা দিন বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিকসের ওপর শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মো. রেজাউল করিম, বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও গণিত অলিম্পিয়াডের সাবেক সিনিয়র কনসালটেন্ট আহমেদ শাহরিয়ার, স্ক্র্যাচ বাংলাদেশের কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন টিপু ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর আফ্রিদি প্রমুখ।

শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

প্রশিক্ষকেরা শিক্ষকদের উদ্দেশে যা বলেছেন তার সারমর্ম হলো, ‘গণিত ও বিজ্ঞানকে সমস্যা সমাধানের টুল হিসেবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারলে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো সময়ের অপেক্ষা মাত্র।’

আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলার মোট ৬টি মাধ্যমিক স্কুলে বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবটিকস এবং গণিতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। স্কুলগুলো হলো সাতক্ষীরার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ কামেল মডেল হাইস্কুল, রুপসার কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুল, খুলনার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাগেরহাটের পেড়িখালী মডেল হাইস্কুল, বড়কাটালি বহুমূখী হাইস্কুল।