ফিজিক্স অলিম্পিয়াডের বাছাইপর্বের ফলাফল

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের বাছাইপর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৪ জানুয়ারি, মঙ্গলবার রাত ৮টায় সব বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে অনলাইনে। শিক্ষার্থীরা bdpho.org ওয়েবসাইটে গিয়ে এ ফলাফল দেখতে পারবে।

এর আগে, প্রায় ১৮ হাজার শিক্ষার্থী ফিজিক্স অলিম্পিয়াডের জন্য নিবন্ধন করে। সেখান থেকে অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করে ৯ হাজার ২৩৭ জন। বাছাইপর্ব শেষে সারাদেশ থেকে ৪ হাজার ৬৩৮ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই শিক্ষার্থীরা ফিজিক্স অলিম্পিয়াডের পরের পর্ব, অর্থাৎ আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে। আঞ্চলিক পর্ব কবে, কোথায় অনুষ্ঠিত হবে, তা শিগগিরিই জানানো হবে।

বাছাইপর্ব শেষে দেশের ৭টি অঞ্চল থেকে মোট ৪ হাজার ৬৩৮ জনকে বাছাই করা হয়েছে। বাছাইয়ের জন্য নির্দিষ্ট বেঞ্চ মার্ক বা নম্বর ছিল। যেসব শিক্ষার্থীরা সেই বেঞ্চ মার্কের চেয়ে বেশি নম্বর পেয়েছে, তারাই আঞ্চলিক পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

১৩তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে বাছাইপর্বে অংশগ্রহণ করে।

বাছাইপর্ব শেষে দেশের ৭টি অঞ্চল থেকে মোট ৪ হাজার ৬৩৮ জনকে বাছাই করা হয়েছে। বাছাইয়ের জন্য নির্দিষ্ট বেঞ্চ মার্ক বা নম্বর ছিল। যেসব শিক্ষার্থীরা সেই বেঞ্চ মার্কের চেয়ে বেশি নম্বর পেয়েছে, তারাই আঞ্চলিক পর্বের জন্য নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। 

ঢাকা অঞ্চল থেকে চার ক্যাটাগরিতে ১১৮৬ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছে ১২৪ জন, বি ক্যাটাগরিতে ১৭৯ জন, সি ক্যাটাগরিতে ৩৯৯ জন এবং ডি ক্যাটাগরি থেকে ৪৮৪ জনকে বাছাই করা হয়।  

চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছে মোট ১০১১ শিক্ষার্থী। এ ক্যাটাগরি থেকে ৫৯ জন, বি ক্যাটাগরি থেকে ১৬২ জন, সি ক্যাটাগরিতে ৫৭৩ জন ও ডি ক্যাটাগরির ২১৭ শিক্ষার্থীকে বাছাই করা হয়।

বরিশাল অঞ্চলে এ ক্যাটাগরি থেকে ৭ জন, বি ক্যাটাগরির ২১ জন, সি ক্যাটাগরির ৯০ জন এবং ডি ক্যাটাগরি থেকে ২৬ জন নির্বাচিত হয়।   

খুলনা অঞ্চল থেকে চার ক্যাটাগরিতে ৫০৫ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে এ ক্যাটাগরির ৩০ জন, বি ক্যাটাগরির ৬৮ জন, সি ক্যাটাগরির ২৮৫ জন এবং ডি ক্যাটাগরি থেকে ১২২ জনকে বাছাই করা হয়।

   রাজশাহী অঞ্চল থেকে চার ক্যাটাগরিতে ৬৬৭ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে এ ক্যাটাগরির ৩৯ জন, বি ক্যাটাগরির ৮৯ জন, সি ক্যাটাগরির ৪০৫ জন এবং ডি ক্যাটাগরির ১৩৪ জন।

রংপুর অঞ্চল থেকে চার ক্যাটাগরিতে ৫৯৪ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে এ ক্যাটাগরির ৩৩ জন, বি ক্যাটাগরির ৯৭ জন, সি ক্যাটাগরির ৩৬২ জন এবং ডি ক্যাটাগরি থেকে ১০২ জনকে বাছাই করা হয়।

ময়মনসিংহ অঞ্চল থেকে চার ক্যাটাগরিতে ৫৩১ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে এ ক্যাটাগরির ২৬ জন, বি ক্যাটাগরির ১৩৮ জন, সি ক্যাটাগরির ২৬৩ জন এবং ডি ক্যাটাগরি থেকে ১০৪ জনকে বাছাই করা হয়।

২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। বাছাইপর্বের নির্বাচিতদের নিয়ে আয়োজিত হবে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড। এ পর্ব আয়োজিত হবে অফলাইনে, বিভিন্ন আঞ্চলিক ভেন্যুতে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় উৎসব। পরে জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ওই দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসাবে আছে বিডিকম।   

উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা