১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বফাইল ছবি: প্রথম আলো

শুরু হয়েছে ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) নিবন্ধন। বিজ্ঞানকে জনপ্রিয় করতে এবং রাশিয়ায় অনুষ্ঠেয় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হবে এ অলিম্পিয়াড। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে অনলাইনে। নিবন্ধন লিঙ্ক: https://online.bdjso.org/registration

শিক্ষার্থীরা এবার তিনটি ক্যাটাগরিতে বিডিজেএসও-তে অংশ নিতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র, নবম-দশম, এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেবে সেকেন্ডারি সেকেন্ডারি ক্যাটাগরিতে। তবে ১ জানুয়ারি ২০১০ সালের পরে জন্মগ্রহণ করা একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শুধু অংশ নিতে পারবে সেকেন্ডারি ক্যাটাগরিতে।

এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বেশ কিছু ধাপে। প্রথমে অনলাইন নিবন্ধন করে আঞ্চলিক পর্বে প্রতিযোগিতা করবে। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় পর্ব। এরপর জাতীয় পর্ব থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প করা হবে। ক্যাম্পের ফলাফল ও অন্যান্য দিক বিবেচনা করে বাছাই করা হবে ১০-১৫ জনের দল। এরপর এই দলকে দেড় মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তারাই রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। আয়োজনে সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে:https://bdjso.org/