জীববিজ্ঞান অলিম্পিয়াডের ঢাকা উত্তর ও খুলনা পর্ব অনুষ্ঠিত

ঢাকা উত্তর অঞ্চলের বিজয়ীরা

অনুষ্ঠিত হলো বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ঢাকা উত্তর ও খুলনা আঞ্চলিক পর্ব। ৯ মার্চ, শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা উত্তর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। আর খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা উত্তর অঞ্চলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া এবং বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ঢাকা উত্তর অঞ্চলের চিফ মডারেটর ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জামিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ঢাকা উত্তর অঞ্চলের চার সহসভাপতি—শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. আক্কাস আলী, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রভাষক অনিমেশ কুমার সাহা, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রুবেল আহমেদ এবং নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ঢাকা উত্তর অঞ্চলের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মো. হারুন-উর-রশিদ।

একই  দিন খুলনা আঞ্চলিক উৎসবে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম মাহবুবুর রহমান।

ঢাকা উত্তর অঞ্চলে তিন ক্যাটাগরিতে মোট ২৯৫ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আর খুলনা অঞ্চলে তিন ক্যাটাগরিতে মোট ১০৯ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

দুই অঞ্চলেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জীববিজ্ঞান অলিম্পিয়াড। উদ্বোধনী পর্বের পরে শুরু হয় পরীক্ষা। ঢাকা উত্তরের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। শেষ হয় ১০টায়। আর খুলনায় সকাল ৮.৩০টায় পরীক্ষা শুরু হয়, চলে ৯.৩০টা পর্যন্ত। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সময় নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত শিক্ষকেরা।

ঢাকা উত্তর অঞ্চলে তিন ক্যাটাগরিতে মোট ২৯৫ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. নুহাস ইসলাম। সেকেন্ডারি ক্যাটাগরিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্বপ্না মন্ডল ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মারুফ হাসান। এ অঞ্চলে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

খুলনা অঞ্চলে তিন ক্যাটাগরিতে মোট ১০৯ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেয়ান চক্রবর্তী। সেকেন্ডারি ক্যাটাগরিতে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের তাহসিন আলম ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছেন কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের টিউলিপ সরকার। এ অঞ্চলে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

খুলনা আঞ্চলিক পর্বের বিজয়ীরা

বিজয়ীদের নাম ঘোষণা এবং ফটোসেশনের মাধ্যমে শেষ হয় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ঢাকা উত্তর ও খুলনা আঞ্চলিক উৎসব ২০২৪। আঞ্চলিক পর্বের এই বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড। এরপর সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থাদের নিয়ে আয়োজিত হবে ক্যাম্প। কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজনকে বাছাই করা হবে। তারাই ৭-১৪ জুলাই কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দেবে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে রয়েছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন এই লিংকে: bdbo.org/reg।