২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২৩-এর নির্বাচিত বাংলাদেশ দল

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করার জন্য ঘোষণা করা হয়েছে ১৮ সদস্যের বাংলাদেশ দল। ২০২৪ সালের জানুয়ারিতে গ্রিসের এথেন্স শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড।

নির্বাচিত শিক্ষার্থীরা হলো, উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান, সাদিয়া আক্তার স্বর্ণা ও আফরিদা জারা মাইশা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন-নাফিউ ও রুবাইয়্যাত হাবিব রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ।

এর আগে, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বাছাই পর্ব। ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। সেখান থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় আয়োজিত হয় তিন দিনব্যাপী ক্যাম্প। সেখানে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই-বাছাই ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের একদল প্রশিক্ষক। এরপর পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে শিক্ষার্থীদের যোগ্যতা বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

এর আগে, ২০১৮ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল প্রথমবারের মতো অংশগ্রহণ করে। সেবার একটি স্বর্ণপদক, দুইটি হাইলি কমেন্ডেড পদক এবং একটি টেকনিক্যাল পদক অর্জন করে বাংলাদেশ দল। এরপর ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। সেখানে বাংলাদেশ দল অর্জন করে একটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ এবং একটি কারিগরি পদকসহ মোট ১০টি পদক।

২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনলাইনে বাংলাদেশ দল অংশগ্রহণ করে অর্জন করে ২টি স্বর্ণপদক, ২টি রৌপ্য পদক, ৫টি ব্রোঞ্জ পদক ও ৬টি কারিগরি পদক। ২০২১ সালে ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনলাইনে বাংলাদেশ দল চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও চারটি টেকনিক্যাল পদকসহ মোট ১৫টি পদক অর্জন করে। সর্বশেষ ২০২২ সালে থাইল্যান্ডের ফুকেট শহরে আয়োজিত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণ, দুটি রৌপ্য, দু্টি ব্রোঞ্জ ও আটটি টেকনিক্যাল পদকসহ মোট ১৩ পদক পায় বাংলাদেশ দল।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে নিচের লিংকে: www.fb.com/BdRobotOlympiad বা [email protected]