কিশোর বিজ্ঞান উৎসব শুরু ১৫ মার্চ

পরীক্ষার উত্তরপত্রে মনোযোগী পরীক্ষার্থীছবি: প্রথম আলো

শুরু হচ্ছে ৭ম জামাল নজরুল ইসলাম কিশোর বিজ্ঞান উৎসব ২০২৪। ১৫ ও ১৬ মার্চ, শুক্র ও শনিবার এ উৎসব আয়োজিত হবে চট্টগ্রামের নন্দনকাননের ফুলকি প্রাঙ্গণে।

এ উৎসবের প্রধান অতিথি শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। উৎসবে শিক্ষার্থীদের জন্য রয়েছে কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শনী, প্রজেক্ট প্রদর্শনী, গণিত ও বিজ্ঞানের মজার খেলা, বিতর্ক প্রতিযোগিতা, রোবটিকসে হাতিখড়ি কর্মশালা ও টেলিস্কোপে আকাশ দেখা কার্যক্রম। চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এসব কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি মুহম্মদ জাফর ইকবাল একটা সেশন নেবেন। এতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

 

কিশোর বিজ্ঞান উৎসবের সময়সূচী

১৫ মার্চ, শুক্রবার

সকাল ১০টা:                 উদ্বোধনী আয়োজন

সকাল ১০.৪০টা:           জামাল নজরুল ইসলামকে নিয়ে তথ্যচিত্র

সকাল ১১টা:                  প্রজেক্ট প্রদর্শনী উৎসব

সকাল ১১.৪০টা:            কুইজ প্রতিযোগিতা

দুপুর ২.৩০টা-৪.৩০টা:   রোবটিকসে হাতেখড়ি ও জাফর ইকবালের সঙ্গে সেশন

সন্ধ্যা ৭.৩০টা:               টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ

১৬ মার্চ, শনিবার

সকাল ১০টা:                 গ্রেগর জোহান মেন্ডেলকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী

সকাল ১০.৩০টা:           বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

সকাল ১১টা:                  মাধ্যমিক শিক্ষায় গণিত ও বিজ্ঞান পাঠের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয়

সকাল ১১.৩৫টা:           কিশোরদের বিজ্ঞান বক্তৃতা

দুপুর ১২টা:                    বিজ্ঞান বক্তৃতা

দুপুর ২.৩০টা-৪.৩০টা:   বিজ্ঞান কর্মশালা ও বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

এ উৎসব আয়োজন করবে ফুলকি। বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করবে দৃষ্টি।