দ্য মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মোট ৩২৬ নম্বর পেয়ে এ প্রতিযোগিতায় ৬ষ্ঠ হয়েছে। আর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৩১৯ নম্বর পেয়ে হয়েছে অষ্টম। এই প্রতিযোগিতার সায়েন্স মিশনে ইউআইইউ ১০০-তে ১০০ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৫। দক্ষিণ এশিয়ার আর কোনো দল সেরা দশে আসতে পারেনি।
প্রতিযোগিতার প্রধান ৪টি টাস্কের মধ্যে ইকুয়েপমেন্ট সার্ভিসিং টাস্কে ব্র্যাক ইউনিভার্সিটি তৃতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে। অন্যদিকে অটোনোমাস মিশন টাস্কে ইউআইইউ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে পেয়েছে তৃতীয় সর্বোচ্চ নম্বর।
এ প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডাটা অ্যানালিস্ট শোয়েব আহমেদ। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই দায়িত্ব পালন করলেন। এটা বাংলাদেশের জন্য গর্বের।