আজ ফিজিক্স অলিম্পিয়াডের বাছাইপর্বের ফলাফল ঘোষণা

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের বাছাইপর্বের ফলাফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার। রাত ৮টায় সব বিভাগের পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা bdpho.org ওয়েবসাইটে গিয়ে এ ফলাফল দেখতে পারবে।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের বাছাইপর্বের ফলাফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার। রাত ৮টায় সব বিভাগের পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা bdpho.org ওয়েবসাইটে গিয়ে এ ফলাফল দেখতে পারবে।

১৩তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে বাছাইপর্বে অংশগ্রহণ করে। ২০ জানুয়ারি, শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হয় এ ও বি ক্যাটাগরির বাছাইপর্বের পরীক্ষা। পরদিন ২১ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সি ক্যাটাগরির ও রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ডি ক্যাটাগরির পরীক্ষা। প্রতিটি পরীক্ষার সময় ছিল এক ঘন্টা। অনলাইনে এই বাছাই পর্বের পরীক্ষার ফলাফল দেওয়া হবে আজ। ফলাফল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে [email protected] এবং [email protected] ই-মেইলে যোগাযোগ করতে পারবে শিক্ষার্থীরা।

২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩ তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। বাছাইপর্বের নির্বাচিতদের নিয়ে আয়োজিত হবে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড। এ পর্ব আয়োজিত হবে অফলাইনে, বিভিন্ন আঞ্চলিক ভেন্যুতে। এরপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় উৎসব। পরে জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ওই দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসাবে আছে বিডিকম।

উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩।