<p>‘এআই ডিকোডেড: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ’ শিরোনামে আয়োজিত হলো বিজ্ঞান বক্তৃতা। গত ২৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ থেকে ৭টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই বিজ্ঞান বক্তৃতা আয়োজিত হয়।</p><p>বক্তৃতায় আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াড টিমের দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড ও ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ।</p><p>বিজ্ঞান বক্তৃতার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশগ্রহণকারী ১০ জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।</p>