অংশগ্রহণকারীদের জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো শেখানো হয়েছে এ কর্মশালায়। পাশাপাশি কৃষ্ণগহ্বর, সুপারনোভা বা অতিনব তারা, গ্যালাক্সি, এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ, জ্যোতিঃপদার্থবিজ্ঞান, জ্যোতিঃজীববিজ্ঞানসহ আলোচনা করা হয় নানা বিষয় নিয়ে
অনুষ্ঠিত হলো আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালার ১৫তম আসর। গত ১১-১৩ মে চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হয় এ কর্মশালা। তিন দিনের এ আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ন্যাশনাল আউটরিচ কোর্ডিনেটর, বাংলাদেশ (নক-বিডি) অফিস এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং ইউনিভার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম।
আগের সব আসর ঢাকায় অনুষ্ঠিত হলেও, এবার প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজিত হয় এ কর্মশালা। সবার মধ্যে জ্যোতির্বিদ্যার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মশালাটিতে তিনদিনে মোট ১২টি লেকচার সেশন, কুইজ, মহাকাশ পর্যবেক্ষণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো শেখানো হয়েছে এ কর্মশালায়। পাশাপাশি কৃষ্ণগহ্বর, সুপারনোভা বা অতিনব তারা, গ্যালাক্সি, এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ, জ্যোতিঃপদার্থবিজ্ঞান, জ্যোতিঃজীববিজ্ঞানসহ আলোচনা করা হয় নানা বিষয় নিয়ে। তিন দিনের এ কর্মশালায় আরও ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় সন্ধ্যার আকাশ পর্যবেক্ষণের সুযোগ। ছিল কুইজ প্রতিযোগিতা এবং হাতে-কলমে শেখার জন্য বিভিন্ন হ্যান্ডস-অন অ্যাকটিভিটি। এ ছাড়া কর্মশালার দ্বিতীয় দিন বিজ্ঞান জাদুঘরের মিউজো বাস প্রদর্শনীতেও অংশ নেয় অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা মনীশ দেবনাথ, আয়োজন সমন্বয়ক জান্নাতুল কারিমুনসহ আরও অনেকে।
লেকচার সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের শরীফ মাহমুদ সিদ্দিকী এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মনীশ দেবনাথ। এ ছাড়াও লেকচার দিয়েছেন শাফায়েত রহমান, বিশ্বজিত কর্মকার, ফাতেমা জেরিন, জান্নাতুল কারিমুন, হাসান মাহমুদ ও ইসরাত সুলতানা। বিভিন্ন সেশনে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের ব্যাঙ্গালুরুর রমন গবেষণা কেন্দ্রের জ্যোতিঃপদার্থবিদ বিমান নাথ, যুক্তরাষ্ট্রের ইউভার্সিটি অব কানেকটিকাটের গবেষক নিরঞ্জন চন্দ্র রায় এবং নেদারল্যান্ডের লাইডেন মানমন্দিরে গবেষণারত সৈয়দা লাম্মীম আহাদ।
শেষদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল ই উ ম ইনতেখাবসহ আরও অনেকে। তাঁরা কর্মশালার বিভিন্ন আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মশালার নামকরণ করা হয়েছে। এর মূল লক্ষ্য, সবাইকে জ্যোতির্বিদ্যায় আগ্রহী করে তোলা ও জ্যোতির্বিদ্যার প্রসার ঘটানো। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে উৎসাহী জ্যোতির্বিজ্ঞান শিক্ষার্থীরা উপকৃত হবে। হয়তো ভবিষ্যতে এ কর্মশালার হাত ধরেই উঠে আসবেন বিশ্ববরেণ্য বাংলাদেশি জ্যোতির্বিদ।