টেলিস্কোপের সাহায্যে চাঁদ ও সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি দেখলেন কয়েক শ মানুষ। গত ৩ এপ্রিল, শনিবার রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে নানা বয়স ও শ্রেণি পেশার মানুষ এই আয়োজনে অংশ নেয়। এই আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। চলে সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, ‘৫ মে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মূলত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই আমাদের এ কর্মসূচির আয়োজন।’ এ সময় আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের পরিচালক মাসুদুল হাসান ও জিকরুল আহসানও উপস্থিত ছিলেন।
প্রতি মাসে দ্বিতীয় শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদ থেকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আকাশ দেখার আয়োজন করা হয়। এই আয়োজনের সহযোগিতায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও প্রথম আলো।