প্রোগ্রামিংয়ের বিশ্বকাপখ্যাত ৪৬তম আইসিপিসির চূড়ান্ত পর্বে এশিয়া-ওয়েস্ট অঞ্চলে সেরা হয়েছে বুয়েটের ‘বুয়েট পটেটোস’ দল। মিসরের লুক্সর শহরে ১৪ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
এতে বিশ্বের ৫০টি দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২৮ তম হয়েছে বুয়েট পটেটোস। এ দলের সদস্যরা হলেন শেখ সাবিত বিন মোসাদ্দেক, মো. সাব্বির রহমান ও কাজী মো. ইরশাদ। কোচ হিসেবে ছিলেন তাওহিদুল হাসান ও তাহমিদ হাসান।
একই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফ্লেয়ারব্লিটজ ৪.০’ দল ৩৫তম স্থান অর্জন করে। প্রোগ্রামিংয়ের এই বিশ্ব আসরে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি দল অংশ নেয়।
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) চূড়ান্ত পর্বে মোট ১১টি সমস্যা দেওয়া হয় সমাধানের জন্য। এর মধ্যে ১০টি সমস্যার সমাধান করে পুরো প্রতিযোগিতায় প্রথম হয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। ৯টি সমস্যা সমাধান করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস। সমপরিমাণ সমস্যা সমাধান করলেও সময়ের ব্যবধানে তারা দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুয়েট পটেটোস এ প্রতিযোগিতায় ছয়টি সমস্যা সমাধান করেছে। সমপরিমাণ সমস্যাই সমাধান করেছে ডিইউ ফ্লেয়ারব্লিটজ ৪.০ দলটিও। তবে সময়ের ব্যবধানের কারণে বুয়েট পটেটোস ২৮তম হলেও ডিইউ ফ্লেয়ারব্লিটজ ৪.০ হয়েছে ৩৫তম। কিন্তু এশিয়া-ওয়েস্ট অঞ্চলে সেরা হয়েছে বুয়েট পটেটোস। এ ছাড়া প্রতিযোগিতায় সবার আগে 'কার্লস ভ্যাকেশন' নামের সমস্যাটি সমাধান করে ‘ফার্স্ট টু সলভ’ পুরস্কার পেয়েছে ডিইউ ফ্লেয়ারব্লিটজ ৪.০।
এ বছর একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম আইসিপিসির চূড়ান্ত পর্বও। এতে ৯টি সমস্যার সমাধান করে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস, চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজি। ৫টি সমস্যা সমাধান করে ৬৫তম হয়েছে বুয়েট পটেটোস।
আরব একাডেমি ফর সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্ট আয়োজিত এবারের আইসিপিসির চূড়ান্ত পর্ব শুরু হয় ১৪ এপ্রিল। গত ১৮ এপ্রিল, বৃহস্পতিবার বাংলাদেশ সময়ে রাতে এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিংবিষয়ক এ প্রতিযোগিতা খুবই সম্মানজনক। একে প্রোগ্রামিংয়ের বিশ্বকাপও বলা হয়। এর আগে, ৪৫তম আইসিপিসির চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।