বিজ্ঞান অলিম্পিয়াডের লোগো উন্মোচন

উন্মোচিত হলো বাংলাদেশে বিজ্ঞান একাডেমি – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর লোগো। ১৮ জানুয়ারি রাজধানীর গুলশানের নেক্সাস টেলিভিশন কার্যালয়ে এই লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক মো. আবদুল মাজেদ। আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের ও আবদুল আজিজ এবং নেক্সাস টেলিভিশনের প্রাধান পরিচলন কর্মকর্তা মনজুর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান চৌধুরী।

লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বাংলাদেশ অ্যাক্রিডাইটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘এখন চতুর্থ শিল্পবিপ্লবের দোরগোড়ায় বাংলাদেশ। এ অবস্থায় আমাদের বিজ্ঞান-প্রযুক্তিতে আরও এগিয়ে যাওয়া উচিৎ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, বাংলাদেশে বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে দিনকে দিন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, আমাদের ছেলেমেয়েদের আরও বেশি বিজ্ঞানমুখি করা জরুরি। এ লক্ষ্য সামনে রেখেই আমাদের এই আয়োজন। আমাদের বিশ্বাস বিজ্ঞান অলিম্পিয়াড এ দেশের কিশোর-তরুণ শিক্ষার্থীদের ভেতর বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করবে।’

প্রধান অতিথি সৈয়দ ওয়াসেক মো. আলী বলেন, ‘দেশের স্বার্থেই বিজ্ঞান জনপ্রিয় করা জরুরি। আর সে লক্ষ্য নিয়েই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সঙ্গে এই আয়োজন করে আসছে। ভবিষ্যতে বিজ্ঞানের সঙ্গে আমাদের পথচলা অব্যহত থাকবে।’

উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি সারা দেশের ২৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক উৎসব। সেখান থেকে বিজয়ী ১ হাজার জনকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে মূল অলিম্পিয়াড। ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে মূল আয়োজন।

অলিম্পিয়াড আয়োজিত হবে দুটি ক্যাটাগরিতে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে এসএসসি ক্যাটাগরিতে এবং এইচএসসি ক্যাটাগরিতে অংশ নেবে একদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিটি ক্যাটাগরিতে পাঁচ জন করে মোট দশ জন বিজয়ী পাবেন ক্রেস্ট, মেডেল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি। বিস্তারিত জানা যাবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েব সাইট www.bas.org.bd-এ।

গোটা আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।