শুরু হচ্ছে এসজিএইচএসসি বিজ্ঞান উৎসব
রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুলে শুরু হচ্ছে ১৩ তম এসজিএইচএসসি বিজ্ঞান উৎসব। শনিবার সকাল নটায় শুরু হবে তিন পর্বের সপ্তাহব্যাপী এই আয়োজনের প্রথম পর্ব।
তীরের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই বিজ্ঞান উৎসবের আয়োজক গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব। এই বিজ্ঞান উৎসবের মূল প্রতিপাদ্য ‘বিজ্ঞানমনস্ক মানবজাতি, রুখবে ভবিষ্যৎ অতিমারি’।
ঢাকার প্রায় ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নেবে। বিজ্ঞান উৎসবে দুটি ক্যাটাগরি থাকবে- সায়েন্স প্রজেক্ট প্রদশর্নী, আইটি ও বিজ্ঞানভিত্তিক ওয়াল ম্যাগাজিন কম্পিউটিশন। প্রতিটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক পাঁচটি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা উৎসবে অংশ নিতে পারবে। তৃতীয়-চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কিডস গ্রুপ, পঞ্চম-ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপ, সপ্তম-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট গ্রুপ, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ গ্রুপে অংশগ্রহণ করবে।
১৮ই জুন শনিবার উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত হবে অলিম্পিয়াড ডে। ওই দিন সকাল সকাল ৯টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হবে জেনারেল সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াড, কেমেস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং আইটি অলিম্পিয়াড।
২৩ জুন বৃহস্পতিবার শুরু হবে বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনী। ওই দিন বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ও IQAC-এর পরিচালক মো: কামরুল আলম খান। বিজ্ঞান উৎসবে প্রদর্শিত প্রজেক্টগুলো মূল্যায়ন করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক।
২৫ জুন শনিবার পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ্ঞান উৎসবের পর্দা নামবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের রেজিস্টার গ্রেগরিয়ান অধ্যাপক ইফফাত কায়েস চৌধুরী।
এই বিজ্ঞান উৎসবে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো।