গণিতবিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো গণিত বিষয়ক বিশেষ মতবিনিময় সভা। শুক্রবার বিকাল সাড়ে ছটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘গণিতমুখী প্রজন্ম গঠনে করণীয়’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবিবুর রহমান।

আলোচক ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, লেখক ও প্রকৌশলী চমক হাসান এবং লেখক ও স্থপতি ফিরোজা বহ্নি। শুভেচ্ছা বক্তব্য রাখেন আদর্শ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মাহাবুব রাহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মতিউর রহমান লাল্টু।

প্রধান অতিথি ডা. দীপু মনি বলেন, ‘মহাবিশ্বের ভাষা গণিত। আমাদের শিক্ষকদের মধ্যে কেউ কেউ গণিতটা খুব ভালো বোঝেন, কেউ কেউ আবার গণিতে দুর্বল। এটা গোটা শিক্ষাব্যবস্থার জন্যই খারাপ দিক। তাই পিছিয়ে পড়া শিক্ষকদের গণিতের ভিত মজবুত করার জন্য বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি আমরা। গণিত অলিম্পয়াডের অভিজ্ঞতা আমাদের শিক্ষাব্যবস্থায় কাজে লাগাতে চাই। তাই, গণিত অলিম্পিয়াডের কর্তাব্যক্তিদের সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করছি। আসলে আমরা চাই শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গণিত শিখুক।’

অতিথি ও দর্শকদের একাংশ

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘আমরা চেয়েছিলাম গণিতচর্চাকে উৎসবের আমেজ দিতে। সে লক্ষ্যে এখন আমরা অনেকটাই সফল। গণিত অলিম্পিয়াড যখন শুরু হয়, তখন ছেলেমেয়েদর ঢল নামে। নিজেদের আগ্রহেই আসে তারা। এই পরিবেশটা স্কুলের ক্লাসগুলোতে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে, এটা আনন্দের ব্যাপার।’

লেখক ও প্রকৌশলী চমক হাসান গণিতের প্রতি তার ভালোবাসার শুরুটা কীভাবে হয়েছিল, সে বিষয়ে মজার কিছু স্মৃতিকথা ভাগ করে নেন উপস্থিত পাঠকদের সঙ্গে। তিনি জানান, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরও গণিতের দক্ষতা কাজে লাগায়। নিজেদের পদ্ধতি কাজে লাগিয়ে তারা কষে দৈনন্দিন হিসাব–নিকাশ। ছেলেবেলায় একজন রিকশাওয়ালার মজাদার এক গাণিতিক পদ্ধতি দেখে আমার গণিতের প্রতি ভালোবাসা জন্মায়, সে ভালোবাসা আজও অটুট রয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্য আলোচক ও বক্তারাও গণিতের প্রতি তাঁদের ভয় কিংবা ভালোবাসার গল্প শোনান। সর্বোপরি সকলে একমত হন, একটা উন্নত সভ্য জাতি হিসেবে নিজেদের দেখতে চাইলে গণিতের প্রতি ভালোবাসাটা সব শিশুর মধ্যে ছড়িয়ে দিতে হবে।

এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চমক হাসানের নতুন বই নিবিড় গণিত ও ফিরোজা বহ্নির হাঁটি হাঁটি পা পা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। চমক হাসান, ফিরোজা বহ্নি দম্পতি ও তাঁদের জ্যেষ্ঠ কন্যা বর্ণমালা কয়েকটি গান গেয়ে শোনান আমন্ত্রিত দর্শকদের অনুরোধে।

এই মতবিনিময় সভার আয়োজক ছিল আদর্শ প্রকাশনী।