২৪ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টায় ফিয়েস্টা উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ছাদেকুল আরেফিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ শাহ্ আজম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান ।

পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামবে ২৫ সেপ্টেম্বর, রোববার বিকাল ৩টায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেফারেন্স ফর কেমিক্যাল মেজারমেন্টসের চিফ সায়েন্টিফিক অফিসার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ড. মালা খান। এছাড়াও প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান।

এবারের সায়েন্স ফিয়েস্টায় সহযোগিতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ইএমকে সেন্টার এবং চিরকুট স্মার্ট শপিং। এসোসিয়েট পার্টনার হিসাবে থাকবে দৈনিক প্রথম আলো। পাবলিকেশন পার্টনার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে মাসিক বিজ্ঞানচিন্তা