আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও ২০২৩) জন্য ছয় সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। ১ ডিসেম্বর থাইল্যান্ডে শুরু হবে আইজেএসও ২০২৩। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২০তম বিশ্ব আসরে এই দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আইজেএসও ২০২৩-এ বাংলাদেশ দলের যে ছয় সদস্য অংশ নেবেন, তাঁরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও সিরাজুস সালেকিন সামীন, রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফায়েজ আহমেদ, নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভাশীষ হালদার, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিল ইসলাম। বাংলাদেশ দলের দলনেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্যবিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক সমন্বয়ক আবিদুর রহমান।

নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হচ্ছে সংবাদ সম্মেলন। ২৮ নভেম্বর মঙ্গলবার, বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গ্রিন সিটি সেন্টারে আয়োজিত হবে এ সেমিনার।

এর আগে, গত আগস্ট মাসে সারা দেশে আয়োজিত হয় আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩)। আঞ্চলিক পর্ব, অনলাইনে ই-অলিম্পিয়াড এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীরা অংশ নেয় জাতীয় পর্বে। সেখানে বিজয়ীদের মধ্য থেকে জাতীয় ক্যাম্পের মাধ্যমে এই ছয় সদস্যকে নির্বাচন করা হয়েছে আইজেএসওর এবারের আসরের জন্য। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পুরো আয়োজনটির সমন্বয়ক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির মাহমুদ মীম। এ ছাড়াও অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এই স্বেচ্ছাসেবকরাই আগামী এক মাস আইজেএসও দলের প্রস্তুতির জন্য ক্যাম্পে প্রশিক্ষণ দেবেন। সঙ্গে মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) চলবে ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণ।

২০১৫ সাল থেকে প্রতি বছর দেশে আয়োজিত হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এ বছর ছিল এই অলিম্পিয়াডের নবম আয়োজন। এ বছর বিডিজেএসও ২০২৩ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। স্থানীয় আয়োজক হিসেবে ছিল ম্যাসন, অব্যয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো এবং দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: bdjso.org