অনুষ্ঠিত হলো মাইক্রোপলুট্যান্টস অ্যানালাইসিস ও এর ঝুঁকিবিষয়ক সেমিনার। গত ১৯ ফেব্রুয়ারি, সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার আয়োজিত হয়। সেমিনারটি আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারে মূল বক্তব্য দেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক ইয়ার্কার ব্রাগলেন্ড ফিক। বিশেষ অতিথি ছিলেন সাউরেসের পরিচালক অধ্যাপক মো. আসাদুজ্জামান খান ও চ্যানেল টুয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক নুরজাহান বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক মো. তাজুল ইসলাম চৌধুরী। এ ছাড়া সুইডেন দূতাবাসের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাইক্রোপলুট্যান্টস নিয়ে আলোচনা করেন। মাইক্রোপলুট্যান্ট হলো অতি ক্ষুদ্র ক্ষতিকর কণা। এগুলো বিশেষ করে জলাধারে পাওয়া যায়। নিত্য ব্যবহৃত বিভিন্ন জিনিস, যেমন কলকারখানায় ব্যবহৃত রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল, কসমেটিক পণ্য, কীট ও বালাইনাশকসহ নানা কিছু থেকে এসব দূষক পরিবেশে মিশে যায়। বাংলাদেশে এগুলো কীভাবে পরিবেশের ক্ষতি করছে, বক্তারা সে বিষয়ে বিস্তারিত আলাপ করেন। তাঁরা এ নিয়ে আরও বিস্তৃত পরিসরে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ও উঠে আসে তাঁদের আলাপে।
বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ। তাই এ ধরনের সেমিনার, আলোচনা, গবেষণাসহ সচেতনা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ ও বিশ্বজুড়ে। সবার প্রচেষ্টায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যাবে বলেই আশা করছেন গবেষকেরা।