নাসার কনরাড চ্যালেঞ্জের ফাইনালিস্ট বাংলাদেশের ‘এক্সো ম্যাক্স’

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কনরাড চ্যালেঞ্জের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশি প্রকল্প ‘এক্সো ম্যাক্স স্মার্ট রোড সেফটি বিস্ট’। চলতি বছরের এপ্রিলে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নাসার জনসন স্পেস সেন্টারে। প্রতিযোগিতাটির আয়োজক নাসার কনরাড ফাউন্ডেশন।

বাংলাদেশি এ প্রকল্প বানিয়েছে ‘নট এ বোরিং টিম’। এ দলের সদস্য পাঁচ জন। নওগাঁ নাজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নাদিম শাহরিয়ার, নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাহ্দী বিন ফেরদৌস ও রাজশাহী কলেজিয়েট স্কুলের নুর আহমাদ, চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ত্ব-শীন ইলাহী এবং রাজধানীর লরেটো স্কুলের শিক্ষার্থী সানজীম হোসেন। দলের মেন্টর ডুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান।

কনরাড চ্যালেঞ্জের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক নাম ‘ইনোভেশন সামিট’। এতে ১৩-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশি প্রকল্পটি এ পর্বে ‘এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে। শীর্ষ ৭-এ রয়েছে তারা। মোট ১০টি দলের নাম ঘোষণা করা হয়েছে প্রতি ক্যাটাগরিতে। এর মধ্যে প্রথম ৬-৭টি দল সরাসরি অংশগ্রহণ করতে পারবে। আর এই দলগুলোর কোনোটি অংশ নিতে না পারলে ক্রমান্বয়ে সুযোগ পাবে বাকি দলগুলো।

সম্পূর্ণ এ গিয়ারটি পেতে খরচ করতে হবে মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এই টাকা খরচ করে আপনার গাড়িতে গিয়ারটি লাগিয়ে দিলেই মিলবে এসব সুবিধা। রোধ করা যাবে সড়ক দুর্ঘটনা
কনরাড চ্যালেঞ্জে এক্সো ম্যাক্স প্রকল্প নিয়ে অংশগ্রহণ করছে নট আ বোরিং টিম

‘এক্সো ম্যাক্স স্মার্ট রোড সেফটি বিস্ট (এসআরএসবি)’ মূলত একটা গাড়ির গিয়ার বা যন্ত্রাংশ। এর মধ্যে রয়েছে বিশেষ নকশার মাদারবোর্ড, ভাইব্রেটর, রিডার সেন্সর, টেকোমিটার, ক্যামেরা ও অ্যাকসিডেন্ট ডিটেক্টর। চালকের মুখোমুখি থাকবে প্রতিটি কম্পোনেন্টের সঙ্গে যুক্ত ডিসপ্লে। এতে থাকবে ভয়েস সেন্সর, যা প্রয়োজনে চালককে সতর্ক করবে। মাদারবোর্ড ও ডিসপ্লেটি প্রায় ১০ ইঞ্চি লম্বা ও পুরু। বাকি ডিভাইসগুলো মোটামুটি ৭-৮ সেন্টিমিটার লম্বা ও ৫-৬ সেন্টিমিটার পুরু। এতে আছে একটি ওয়েব ক্যামেরা। আরও একটি সুবিধা হলো, গাড়িটি ড্রাইভার ছাড়া নিজেই স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। পাশাপাশি মোবাইল অ্যাপ ডাউনলোড করে গাড়িটি মনিটর করা যাবে। চালক অসতর্ক হয়ে পড়লে তার আচরণ বিশ্লেষণ করে ভুল ধরিয়ে দেবে এআই বট। সম্পূর্ণ এ গিয়ারটি পেতে খরচ করতে হবে মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এই টাকা খরচ করে আপনার গাড়িতে গিয়ারটি লাগিয়ে দিলেই মিলবে এসব সুবিধা। রোধ করা যাবে সড়ক দুর্ঘটনা।

২০০৮ সাল থেকে আয়োজিত হচ্ছে কনরাড চ্যালেঞ্জ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, নাসার হিউস্টন স্পেস সেন্টার, ডেল টেকনোলজিস-সহ মহাকাশ ও প্রযুক্তি জগতের বড় কিছু নাম এ প্রতিযোগিতা স্পন্সর করছে। এতে এবার প্রায় ৩ হাজার ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ নিচ্ছে।