গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব ১০ ও ১১ ফেব্রুয়ারি

গণিত অলিম্পিয়াড ২০২৩-এ বগুড়া অঞ্চলের বিজয়ীরা

গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১০ ও ১১ ফেব্রুয়ারি, যথাক্রমে শুক্র ও শনিবার। শুধু আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীরা এ পর্বে অংশগ্রহণ করতে পারবে। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত হবে দুই দিনব্যাপী এ উৎসব।

১০ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল আটটায় শুরু হবে প্রথমদিনের কার্যক্রম। চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরদিন ১১ ফেব্রুয়ারি, শনিবার উৎসব শুরু হবে সকাল ৮.৩০টায়। দুপুর ১২টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের।

উল্লেখ্য, জাতীয় পর্বের পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের সঙ্গে করে কলম ও পেনসিল নিয়ে আসতে হবে।

বাছাইপর্বের বিজয়ীদের নিয়ে দেশব্যাপী ২০টি অঞ্চলে আয়োজিত হয় আঞ্চলিক গণিত উৎসব।
শীত উপেক্ষা করে সকাল থেকেই সিলেট বিভাগের চার জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা গণিত উৎসবে অংশ নিতে স্কলার্সহোম শাহি ঈদগাহ ক্যাম্পাসে জড়ো হন।
ছবি: আনিস মাহমুদ

জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের কয়েকটি ধাপ পার করতে হয়েছে। শুরুতেই শিক্ষার্থীরা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জন্য নিবন্ধন করে অনলাইনে। এরপর অনলাইনে আয়োজিত হয় বাছাপর্ব। বাছাইপর্বের বিজয়ীদের নিয়ে দেশব্যাপী ২০টি অঞ্চলে আয়োজিত হয় আঞ্চলিক গণিত উৎসব। অঞ্চলগুলো হলো যথাক্রমে যশোর, খুলনা, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, কক্সবাজার, রংপুর, চট্টগ্রাম, বগুড়া, ফেনী, ঢাকা-১, ঢাকা-২, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট। আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে এখন অনুষ্ঠিত হবে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব—জাতীয় গণিত উৎসব। এ পর্বের বিজয়ীরা জাতীয় গণিত ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। এই দলটি ২০২৩ সালে জাপানের চিবায় অনুষ্ঠেয় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

গণিত অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। এ ছাড়া প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসব আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ২০০৩ সাল থেকে আয়োজিত হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এবারও একই উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে গণিত উৎসব ২০২৩।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট—matholympiad.org.bd এবং অফিসিয়াল ফেসবুক পেজ— facebook.com/BdMOC-এ।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা