বরিশাল বিজ্ঞান উৎসবে বিজয়ী হলো যারা

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরাছবি: মো. সাইয়ান
শিক্ষার্থীদের দারুণ সব প্রজেক্টের মধ্য থেকে সেরা ৬টি প্রজেক্টে মোট ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আর কুইজের নিম্নমাধ্যমিকে ১০ জন ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১০ জনসহ মোট ২০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের বরিশাল আঞ্চলিক পর্ব। জমজমাট এ আয়োজনে উপস্থিত ছিলেন বরিশালের বিশিষ্ট অধ্যাপক, বিজ্ঞানী-গবেষকসহ আরও অনেকে। সকাল সাড়ে ৯টায় বরিশালের এ. আর. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় এই উৎসব। চলে দুপুর ১টা পর্যন্ত। বরিশালের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার পর্দা নামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।

শিক্ষার্থীদের দারুণ সব প্রজেক্টের মধ্য থেকে সেরা ৬টি প্রজেক্টে মোট ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আর কুইজের নিম্নমাধ্যমিকে ১০ জন ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১০ জনসহ মোট ২০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: মো. সাইয়ান

কুইজ প্রতিযোগিতায় নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহসিনা বিনতে মোর্শেদ, দ্বিতীয় স্থান অর্জন করেছে এ. আর. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নওশীন সাকিরীন, তৃতীয় স্থান অর্জন করছে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী আফীফ আরফান খান, চতুর্থ স্থান অর্জন করেছে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মো. ইয়াছিন, পঞ্চম স্থান অর্জন করেছে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা বুশরা, ষষ্ঠ স্থান অর্জন করেছে এ. আর. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান লাবন্য, সপ্তম স্থান অর্জন করেছে শেরেবাংলা আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মালিহা আক্তার নিছা, অষ্টম স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান, নবম স্থান অর্জন করেছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সপ্নীল অধিকারী এবং দশম স্থান অর্জন করেছে এ. আর. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আমিন।

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
ছবি: মো. সাইয়ান

কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে বরিশাল জিলা স্কুলের এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী ধ্রুব মন্ডল, দ্বিতীয় স্থান অর্জন করেছে একই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আজিজুল হক নাফিস, তৃতীয় স্থান অর্জন করেছে একই স্কুলের এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী আগ্নিক সরকার, চতুর্থ স্থান অর্জন করেছে এ. আর. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা, পঞ্চম স্থান অর্জন করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মুমতাহিনা, ষষ্ঠ স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী ঐশী চক্রবর্তী, সপ্তম স্থান অর্জন করেছে এ. আর. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাইয়েবা তামান্না, অষ্টম স্থান অর্জন করেছে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আনোয়ার, নবম স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী হাসিবুর রহমান এবং দশম স্থান অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী অর্ণব লস্কর জয়।

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
ছবি: মো. সাইয়ান

প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে এ. আর. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নওশীন সাকিরীন। দ্বিতীয় স্থান অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের ১০ম শ্রেণির তিন শিক্ষার্থী—মুহাইমিনুল ইয়ামিন, অর্ক চক্রবর্তী ও শাদিদুর রহমান। তৃতীয় স্থান অর্জন করেছে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির দুই শিক্ষার্থী—মো. ইয়াছিন ও মাহিন উল ইসলাম। চতুর্থ স্থান অর্জন করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা সাহা। পঞ্চম স্থান অর্জন করেছে এ. আর. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির তিন শিক্ষার্থী—তাইয়েবা তামান্না, মাইশা আক্তার ও উম্মে হাবিবা এবং ষষ্ঠ স্থান অর্জন করেছে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির তিন শিক্ষার্থী—নাজমুস সাকিব, সাকিফ মাহমুদ ও তাহসান হোসাইন।

দেশে বিজ্ঞান প্রসারে ও স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে যৌথভাবে বিজ্ঞান উৎসব আয়োজন করছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

বিজ্ঞান উৎসব নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট ও অনলাইন সংস্করণে, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, প্রিন্ট, ফেসবুক পেইজে ও গ্রুপে।