আজ বিজ্ঞান উৎসব বরিশালে

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ, শনিবার। সকাল সাড়ে ৮টায় বরিশালের এ, আর, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হবে এ আয়োজন। 

এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, এ, আর, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির, অ্যাসিট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি এম. জসীমউদ্দিন ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহাফুজ আলম, বরিশাল সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমান ও এ, আর, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক রুবানা রহমান।

উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। কুইজ প্রতিযোগিতায় রয়েছে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে নেবে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরাই এই দুই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

বরিশাল অঞ্চলের খুদে বিজ্ঞানীদের এ মিলনমেলায় আরও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।

সারা দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও খুলনায় আঞ্চলিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আঞ্চলিক উৎসবের মাধ্যমে শেষ হচ্ছে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা অংশ নেওয়ার সুযোগ পাবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।