শেষ হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০। গত ২-৩ অক্টোবর রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে আয়োজিত হয় এটি। সারা দেশের প্রায় ১০০ স্কুলের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। উৎসবে এবারের স্লোগান ছিল ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মোট ৩টি ক্যাটাগরিতে এ আয়োজনে অংশ নেয়। ক্যাটাগরিগুলো হলো জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সিনিয়র (৯ম-১০ম) ও হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ)।
অনুষ্ঠানের প্রথম দিনে গণিত, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানসহ একাধিক অলিম্পিয়াডে অংশ নেয় শিক্ষার্থীরা। কমেডিয়ান ও টেলিকম ইঞ্জিনিয়ার সামি দোহার ক্যারিয়ারবিষয়ক সেমিনারের মাধ্যমে শেষ হয় প্রথমদিনের আয়োজন।
দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল সার্চ দ্য ট্রেজার, কিউব মাস্টার ও প্রজেক্ট ডিসপ্লে। খুদে বিজ্ঞানীদের দুই শতাধিক বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী চলে দিনভর। এ দিন আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডের স্বর্ণপদকজয়ী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা বলেন শিক্ষার্থীদের। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।
সমাপনী বক্তব্যে রাজউক কলেজ সায়েন্স ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান এ বছরের উৎসব উৎসর্গ করেন জুলাই বিদ্রোহে শহীদ রাজউক কলেজের শিক্ষার্থী তন্ময় রিয়াদকে।
উৎসবে মোট তিন ক্যাটাগরির ১৭টি ইভেন্টে ২১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রজেক্ট ডিসপ্লের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
এ উৎসবে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।