চলছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ’, অংশ নিয়ে জিতে নিন টেলিস্কোপ

চলছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ’। গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশ ও বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে আয়োজিত এই কুইজের নিবন্ধন শুরু হয়েছে গত ১০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে। কুইজের প্রথম পর্বটি অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে। ১৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অনলাইন পর্ব। এতে বিজ্ঞান, প্রযুক্তি ও উৎসবের জন্য নির্বাচিত  বিজ্ঞান চলচ্চিত্র থেকে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। কুইজে অংশ নিতে যেতে হবে এই লিঙ্কে:  https://www.bigganchinta.com/campaigns/science-quiz.html

৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে উদযাপিত এই ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং এর সহযোগী স্কুল ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে। ১ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘নেট জিরো এবং সার্কুলার ইকোনমি’। এ উৎসবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ৬টি বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে, যেন আরও বেশি সংখ্যক দর্শক উপভোগ করতে পারেন।

এই উৎসবের অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ’। এতে প্রথম পর্বে অনলাইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের নাম প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তা ও গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইটে। এই বিজয়ীরা কুইজের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।

কীভাবে অংশ নেবেন এই কুইজে

কুইজে অংশ নিতে যেতে হবে এই লিঙ্কে: https://www.bigganchinta.com/campaigns/science-quiz.html। সেখানে নিবন্ধন করতে হবে প্রথমে। নিবন্ধনের পর ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে মেইলে। ভেরিফিকেশন করে কুইজের ওয়েবসাইটে লগইন করলেই কুইজে অংশ নেওয়া যাবে।

কী নিয়ে প্রশ্ন থাকছে

বিজ্ঞান, প্রযুক্তি ও উৎসবের জন্য নির্বাচিত বিজ্ঞান চলচ্চিত্র থেকে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। এই বিজ্ঞান চলচ্চিত্রগুলো দেখতে কুইজ ওয়েবসাইটে ‘চলচ্চিত্র দেখুন’ বাটনে ক্লিক করে যেতে হবে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর ওয়েবসাইটে। সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইটে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে নির্ধারিত করে আপনার ই-মেইলটি দিন। চলচ্চিত্র দেখার লিঙ্ক চলে যাবে আপনার মেইলে।

চূড়ান্ত পর্ব

চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, শনিবার, রাজধানী ঢাকায়। সে দিন প্রথম ধাপে একটি লিখিত কুইজ ও দ্বিতীয় ধাপে মৌখিক কুইজ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। এ অনুষ্ঠানে রাজধানী ঢাকায় আমন্ত্রণ জানানো হবে অনলাইন পর্বে বিজয়ী ১০০ জনকে। এই বিজয়ীদের মধ্য থেকে সেরাদের সেরা পাবেন একটি টেলিস্কোপ। পাশাপাশি সেরা তিনজনের জন্য থাকবে গ্র্যান্ড প্রাইজ, সায়েন্স কিট ও সার্টিফিকেট এবং পরের ১৭ জনের জন্য থাকবে সায়েন্স কিট ও সার্টিফিকেট। এ ছাড়া সেরা ১০০ জনের সবাই পাবেন গ্যোথে গুডিজ, গ্যোথে-ইনস্টিটিউট ফ্রি লাইব্রেরি মেম্বারশিপ কার্ড ও বিজ্ঞানচিন্তা 

চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ, সময় এবং স্থান ঘোষণা করা হবে বিজ্ঞানচিন্তা ও গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইটে।

সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর লোকাল পার্টনার হিসেবে আরও আছে অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই), কিশোর বাতায়ন (কানেক্ট), আলোকিত হৃদয় ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, নেটজ বাংলাদেশ, পাশ-স্কুলস: পার্টনারস ফর দ্য ফিউচার, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস) এবং মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ইন চিটাগং।