খুলনায় বিজ্ঞান উৎসব ২০ জানুয়ারি

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি, শুক্রবার। খুলনার সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এই উৎসব। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। খুলনার অধ্যাপক, বিজ্ঞানী-গবেষকসহ আরও অনেকে উপস্থিত থাকবেন এই উৎসবে।

উৎসবে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। একই স্কুলের সর্বোচ্চ তিন জন একটি প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে। কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা। আর মাধ্যমিক ক্যাটাগরিতে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা অংশ নেবে। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরা এই দুই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। খুলনা অঞ্চলের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলায় আরও থাকছে বিজ্ঞান ম্যাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।

রাজশাহী আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীরা

আঞ্চলিক উৎসবের বিজয়ীরা অংশ নেওয়ার সুযোগ পাবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে। আঞ্চলিক পর্ব ও জাতীয় উৎসবে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যেই ঢাকা ও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরে আঞ্চলিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। খুলনা আঞ্চলিক পর্ব শেষে বরিশাল বিভাগে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।