শুরু হচ্ছে ন্যাশনাল নেচার সামিটের ঢাকা পর্ব

শুরু হতে যাচ্ছে ন্যাশনাল নেচার সামিটের ঢাকা পর্ব। নটর ডেম কলেজের ১৩তম ন্যাশনাল নেচার সামিটের পঞ্চম বিভাগীয় পর্যায় বা ঢাকা পর্বের উদ্বোধন হবে ৯ সেপ্টেম্বর, শুক্রবার। এই পর্ব আয়োজিত হবে ঢাকার নটর ডেম কলেজে। ১০ সেপ্টেম্বর পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে ঢাকা পর্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সৈয়দা মাছুমা খানম, বাংলা বিচিত্রার সম্পাদক ও প্রকাশক সুভাষ সিংহ রায় ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।

গত জুলাই থেকে দেশব্যাপী মোট ৮টি বিভাগে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। পাঁচ মাসব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে আগামী ২০ নভেম্বর ২০২২। অনুষ্ঠানটি আয়োজন করছে নটর ডেম নেচার স্টাডি ক্লাব এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তর।

মোট ৪টি বিভাগে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। প্রাইমারি লেভেল (প্রথম থেকে পঞ্চম শ্রেণি), জুনিয়র লেভেল (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি), সেকেন্ডারি লেভেল (৯ম থেকে ১০ম শ্রেণি), এবং হায়ার সেকেন্ডারি লেভেল (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি)। একক ইভেন্টে নেচার কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। দলগত ইভেন্টের মধ্যে রয়েছে প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন এবং গ্রিন ম্যারাথন। এছাড়াও অনলাইন ইভেন্টগুলোর মধ্যে রয়েছে গ্রিন বি, কনফ্যাব প্রেজেন্টেশন, ফটোগ্রাফি কনটেস্ট। একই দিনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত 'শব্দ দূষণ এবং এর প্রতিকার' নামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত, নারী সংরক্ষিত আসন ৩০-এর সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকার আর্চবিশপ ও সিবিসিবির সভাপতি আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রজ, ওএমআই।

এর আগে, গত ১ জুলাই, শুক্রবার চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় নেচার সামিটের উদ্বোধনী আয়োজন। এতে চট্টগ্রাম বিভাগের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://fb.me/e/1O7H2NSxL