আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

৫৫তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে একটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল। পদকটি পেয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার।

এবারের আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের আসর বসে সুইজারল্যান্ডের জুরিখের ইটিএইচ বিশ্ববিদ্যালয়ে। ১৬ থেকে ২৫ জুলাই পর্যন্ত চলে এ আয়োজন।

এবারের বাংলাদেশ আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড গঠিত হয়েছে চার সদস্যকে নিয়ে। তাঁরা হলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার, সরকারি তোলারম কলেজের শিক্ষার্থী আহাদ ইসলাম তালুকদার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী লিহান হায়দার এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী আর্য্য কর। এ দলের মেন্টর হিসেবে ছিলেন বুয়েটের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ ওয়াহাব খান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবি উদ্দীন।

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয় তিন ধাপে। প্রথমে অনলাইনে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি রাউন্ড। সেখানে দেশব্যাপী উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রিলিমিনারি রাউন্ডে নির্বাচিত ৯৯ শিক্ষার্থীকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়। সেখান থেকে নির্বাচিত হয় দশজন। এই দশ শিক্ষার্থী ও জাতীয় পর্যায়ে ভালো করা আরও কিছু শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে ক্যাম্প আয়োজন করা হয়। এরপর বুয়েটের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হয় টিম সিলেকশন টেস্ট। এ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চার সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়।

এর আগে বাংলাদেশ তিনবার আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। ২০২১ ও ২২ সালে করোনা অতিমারির কারণে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড আয়োজিত হয় অনলাইনে। ২০২১ সালে বাংলাদেশ তিনটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে। আর ২০২২ সালে প্রথমবার ব্রোঞ্জপদক অর্জন করে বাংলাদেশ দল।

উল্লেখ্য, বাংলাদেশে রসায়ন অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ক্যামিকাল সোসাইটি।