গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শুরু ২৬ জানুয়ারি

প্রতীকী ছবিছবি: শুভ্র কান্তি দাশ

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২২তম আসরের আঞ্চলিক পর্ব শুরু হবে ২৬ জানুয়ারি, শুক্রবার। রংপুর ও কুষ্টিয়া আঞ্চলিক পর্বের মাধ্যমে শুরু হবে অলিম্পিয়াডটির দ্বিতীয় পর্ব।

রংপুর আঞ্চলিক অলিম্পিয়াডে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুলে। আর কুষ্টিয়া উৎসবে অংশ নিতে পারবে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার শিক্ষার্থীরা। অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জিলা স্কুলে। অন্য আঞ্চলিক উৎসব সম্পর্কে শিগগিরই জানাবে গণিত অলিম্পিয়াড কমিটি।

ইতিমধ্যে শেষ হয়েছে অনলাইন বাছাই পর্ব। শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবে। অনলাইন বাছাই পর্বের নির্বাচিত শিক্ষার্থীরাই শুধু আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী ২০২৪ বা সমমান)। বাংলা ও ইংরেজি—দুটি মাধ্যমের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সহযোগিতায় গণিত অলিম্পিয়াড ২০২৪-এর আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট, অফি‌সিয়াল ফেসবুক পেজ: facebook.com/BdMOC এবং গ্রুপে: facebook.com/groups/BdMOC।

গণিতঅলিম্পিয়াডেরঅনলাইনবাছাইপর্বেরফলাফলদেখাযাবেএইলিংকথেকে: online.matholympiad.org.bd।