হলি ক্রস কলেজে শেষ হলো ইন্টার-কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল

রাজধানীর হলি ক্রস কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ইন্টার-কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল। গত ১৩-১৬ ফেব্রুয়ারি এই ফেস্টিভ্যাল আয়োজিত হয়। দেশের মোট ৭৫টি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মেরিনা তাবাশ্যুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক বি এম মুহাম্মাদ হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক রুবায়েত মোরশেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সেবাস্টিয়ান গ্রো।

চার দিনের এই বিজ্ঞান উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্ট। ১৩ ফেব্রুয়ারি শুরু হয় সাই-ফাই গল্প লেখা, বিজ্ঞান বনাম বিজ্ঞানী বিতর্ক প্রতিযোগিতা ও জেওপার্ডি কুইজের প্রথম রাউন্ড।

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মানসিক দক্ষতা ও বিজ্ঞানের ওপর মানসিক অলিম্পিয়াড, জীববিজ্ঞান, ভূগোল, গণিত, প্রকল্প প্রদর্শনী, পদার্থবিদ্যা, তথ্যপ্রযুক্তি ও রসায়ন অলিম্পিয়াড।

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে আয়োজিত হয় ইন্টার-কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি ভালোবাসা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে এই ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অতিথিদের সঙ্গে হলিক্রস কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্যরা

১৬ ফেব্রুয়ারির বিশেষ আকর্ষণ ছিল ‘কসমিক লুডু কমেডি’, ‘হিউম্যান ক্যালকুলেটর’, ‘রুবিকস কিউব চ্যালেঞ্জ’ ও ‘জেওপার্ডি ফাইনাল রাউন্ড’। জেওপার্ডি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি শো হোস্ট ফেরদৌস বাপ্পি।

১৬ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ–উপাচার্য আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং সিটি গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দীন সিদ্দিকী।

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে আয়োজিত হয় ইন্টার-কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি ভালোবাসা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে এই ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা