আইজেএসওতে বাংলাদেশ দল ঘোষণা

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসওর জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ১৮তম আইজেএসওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই দলটি।

বাংলাদেশ দলে এবার প্রতিনিধিত্ব করবে খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম আবদুল ফাত্তাহ ও নাদিদ হোসেন, একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী স্বাধীন রায়, বরিশাল ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষার্থী মুহতাসিন আল ক্বাফি, ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী অম্লান দে এবং আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুর রহমান।

এ ছাড়া আইজেএসও বাংলাদেশ দলের প্রধান দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান । পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অনুষ্ঠান সমন্বয়ক মাহমুদ মীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদা আক্তার।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি বাংলাদেশ আইজেএসও দলের প্রস্তুতির জন্য বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে। পাশাপাশি মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

চলতি বছর আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও-২০২১)-এ অংশ নেওয়ার জন্য তৃতীয়-দ্বাদশ শ্রেণি অধ্যয়নরত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করে। দীর্ঘ প্রচারণা, অনলাইন আঞ্চলিক পর্ব, জাতীয় পর্ব ও ক্যাম্প আয়োজনের পর নির্বাচন করা হয়েছে দেশসেরা ছয় শিক্ষার্থীকে।

এর আগে, গত ৫ আগস্ট অনলাইনে ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৬ আগস্ট বিডিজেএসও আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে ১৩ আগস্ট বিডিজেএসওর অনলাইন জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

এবার জাতীয় পর্বে ৬৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের নিয়ে এ বছর বিডিজেএসও এক্সটেনশন ক্যাম্পে শিক্ষার্থীদের তিনটি টিম সিলেকশন টেস্ট (টিএসটি) নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেকের আলাদাভাবে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকার, টিএসটির পারফরম্যান্স ও তার অন্যান্য বিষয় বিবেচনা করে এই বছরের ছয় সদস্যের আইজেএসও বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

বিডিজেএসও-২০২১ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগী হিসেবে ছিল প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা।