আজ বিজ্ঞানচিন্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশের জনপ্রিয় বিজ্ঞান সাময়িকী বিজ্ঞানচিন্তার আজ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ আলোচনা অনুষ্ঠান, কুইজ, বিজ্ঞানবক্তৃতাসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করছে বিজ্ঞানচিন্তা।

বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, 'সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টির জন্য লক্ষ্য নিয়ে বিজ্ঞানচিন্তা যাত্রা শুরু হয়েছিল। পাঁচ বছর পেরিয়ে এসেছি। তবে সামনে অনেক পথ বাকি, বিজ্ঞানকে সঙ্গে নিয়েই সে পথে চলতে চাই আমরা।' পঞ্চম প্রতিষ্ঠাবর্ষিকীতে তিনি বিজ্ঞানচিন্তার লেখক, পাঠক, উপদেষ্টামণ্ডলী, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠককেদর অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞানচিন্তার সম্পাদক ছাড়াও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী, উপদেষ্টামণ্ডলী, বিজ্ঞাপনদাতা এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বিজ্ঞানী ও গবেষকরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন বিজ্ঞানচিন্তার জন্মদিনে। সারা দিনব্যাপী এ শুভেচ্ছাবার্তাগুলো প্রচারিত হবে বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে।

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। 'পাঁচ পেরিয়ে বিজ্ঞানচিন্তা' নামে এ ওয়েবিনারটি আজ বিকেল তিনটায় প্রথম আলো ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ওয়েবিনারে আলোচনা করবেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন এবং মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিত জামিল। ওয়েবিনারে দর্শকদের জন্য ম্যাজিক দেখাবেন ম্যাজিশিয়ান যুবরাজ। গান পরিবেশন করবেন সংগীতশিল্পি অটামনাল মুন। সঞ্চালনা করবেন মৌসুমি মৌ।

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ম্যাগাজিনটি আলাদা আলাদা তিনটি বিজ্ঞান কু্‌ইজের আয়োজন করেছে। আগামীকাল প্রথম আলোয় ছাপা হবে ‌'বিজ্ঞানচিন্তা-বিকাশবিজ্ঞান কুইজে'-এর কুপন। যে কোনো পাঠক অংশ নিতে পারবেন এই কুইজে। কুইজগুলোর উত্তর দিয়ে কুপন কেটে পাঠিয়ে দিন বিজ্ঞানচিন্তার ঠিকানায়। এ কুইজের মোট পুরস্কার এক লাখ টাকার বই।

বিজ্ঞানচিন্তার অনলাইনে 'প্রথমা-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ' আয়োজন করা হয়েছে। নিবন্ধিত পাঠক আজ বেলা ১১টায় ওয়েবসাইটে গিয়ে কুইজে অংশ নিতে পারবেন। এছাড়া বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়েছে 'রকমারি-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান' কুইজ। এ কুইজের কুপন ছাপা হয়েছে বিজ্ঞানচিন্তার চলতি সংখ্যায়।

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেটালের সৌজন্য ১৭ অক্টোবর বিকেল ৪টায় আয়োজিত হবে বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা। বিজ্ঞান বক্তৃতার এ বারের বিষয় 'বিজ্ঞানে নোবেল ২০২১'। চলতি বছর বিজ্ঞানে তিনটি শাখায় নোবেল নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, রসায়ন বিভাগের অধ্যাপক ইকবাল রউফ মামুন, এবং চাইল্ড রিসার্চ ফাউন্ডেশন, বাংলাদেশের অণুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহা। সঞ্চালনা করবেন মৌসুমি মৌ।

উল্লেখ্য ২০১৬ সালের ১৫ অক্টোবর প্রথম প্রকাশিত হয় বিজ্ঞানচিন্তা। এ পর্যন্ত ৫৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। তরুণ সমাজকে বিজ্ঞানে আগ্রহী করতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় দেশব্যাপী আয়োজন করা হচ্ছে 'বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব'। এ ছাড়া দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান মেটালের সহযোহিতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত আয়োজন করা হচ্ছে 'বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা'। শুরু থেকেই সর্বস্তরে বিজ্ঞান প্রসারে বিজ্ঞানচিন্তার প্রধান পৃষ্টপোষক হিসেবে সিটি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।