বিজ্ঞানে নোবেল ২০২১ নিয়ে বিজ্ঞানচিন্তার বিশেষ ওয়েবিনার

পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল বিজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। সে উপলক্ষ্যে ১৭ অক্টোবর, রবিবার, বিকেল ৪টায় আয়োজন করা হয়েছে বিশেষ ওয়েবিনার 'বিজ্ঞানে নোবেল ২০২১'। অনুষ্ঠানটি বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ, প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

সম্প্রতি বিজ্ঞানে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পৃথিবীর জলবায়ুর মতো জটিল ব্যবস্থার মডেল আবিষ্কারের করেছেন স্যুকুরো মানাবে ও ক্লাউস হেসেলমান। দেখিয়েছেন, মানবসৃষ্ট কার্বন ডাই-অক্সাইডে ভরে যাচ্ছে বায়ুমন্ডল। ফলে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। আর, জর্জিও পারিসি আবিষ্কার করেছেন জটিল পদার্থের ভেতরে সুপ্ত বিন্যাস। তাঁর কাজের ব্যবহার রয়েছে গ্রহীয় পরিসর থেকে পারমাণবিক পরিসর পর্যন্ত সবখানে। তাঁদের তিনজনকে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

অপ্রতিসম জৈব-অনুঘটন ও এর ফলে নতুন অণু সৃষ্টির প্রক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান।

তাপমাত্রা ও রিসেপ্টরগুলো স্পর্শানুভূতি কীভাবে বোঝে, এ সময় কী ধরনের স্নায়ুতাড়না সৃষ্টি হয়, তা আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপুটিয়ান।

এই বিজ্ঞানীদের গবেষণা, এর প্রয়োগ ও গুরুত্ব ইত্যাদি নিয়ে কথা বলবেন আলোচকরা। নোবেলজয়ী পদার্থবিজ্ঞান গবেষণা নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন। চিকিৎসাবিজ্ঞানে গবেষণা নিয়ে আলোচনা করবেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, বাংলাদেশে কর্মরত অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা। আর রসায়নে গবেষণার নানাদিক নিয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন। সহযোগিতায় আছে দেশের বৃহত্তম কৃষি প্রযুক্তি পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেটাল।