কী থাকছে বিজ্ঞানচিন্তার আগস্ট ২০২৩ সংখ্যায়

একুশ শতকে এসেও মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ জানতে পেরেছি আমরা। বাকি প্রায় ৯৫ শতাংশই রয়ে গেছে অজানা। এ অজানা মহাবিশ্বে লুকিয়ে থাকা ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি আসলে কী? মহাকর্ষই-বা কী আসলে? আন্তনাক্ষত্রিক মহাশূন্য থেকে ছুটে আসা অদ্ভুত বর্ণালি কিংবা মহাজাগতিক রশ্মির উৎসই-বা কী? কেন অতীতে যাওয়া যায় না? এই প্রশ্নগুলোর জবাব আজও আমাদের কাছে জটিল ধাঁধা। আগামী প্রজন্মের বিজ্ঞানীদের হাতেই হয়তো মিলবে এসব রহস্যের সমাধান। তাঁদের কথা ভেবেই মহাবিশ্বের অমীমাংসিত রহস্য নিয়ে সাজানো হয়েছে এবারের মলাট।

রোয়াল্ড হফম্যান একজন নোবেলজয়ী রসায়নবিজ্ঞানী। সংশ্লেষণ রসায়নে অবদানের জন্য পেয়েছেন নোবেল পুরস্কার। একাধারে এই কবি, নাট্যকার ও রসায়নবিজ্ঞানীর জীবনের বাঁকে বাঁকে ঘুরে আসতে পারবেন পাঠক এ সংখ্যায়। ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা তৈরি করেছে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা—ভয়েসবক্স। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সহকারী হবে, নাকি বিপজ্জনক হয়ে উঠবে মানুষের জন্য? বৈজ্ঞানিক ঐতিহ্য এ দেশে কতটা বিস্তৃত? আমাদের শিশু-কিশোররা কি বৈজ্ঞানিকভাবে ভাবতে শিখছে? মুরগির ডিম নাকি হাঁসের ডিম, কোনটি শরীরের জন্য ভালো? কচুরিপানার মতো নিতান্ত সাধারণ এক জলজ উদ্ভিত কেমন করে বাংলায় এসে কঠিন সমস্যা হয়ে উঠেছিল সবার জন্য? কৌতুহলী এসব প্রশ্নের জবাবসহ আরও নানা আয়োজন রয়েছে এ সংখ্যায়।

বিজ্ঞানচিন্তার আগস্ট ২০২৩ সংখ্যার প্রচ্ছদ

সম্প্রতি ক্রিস্টোফার নোলান বিজ্ঞানী ওপেনহাইমারের জীবনী নিয়ে চলচ্চিত্র বানিয়েছেন। এই চলচ্চিত্র নিয়ে এ সংখ্যায় থাকছে সবিস্তার আলোচনা। বইপত্রে থাকছে মহাবিশ্বের শেষ পরিণতি জানার সূত্র। থাকছে নতুন কিছু জনপ্রিয় ধারার বিজ্ঞান বইয়ের খোঁজ।

নিয়মিত আয়োজন হিসাবে থাকছে বিজ্ঞান কমিক—ভোমর কেন গুনগুন করে। থাকছে জনপ্রিয় রম্যলেখক ও কার্টুনিস্ট আহসান হাবীবের বিজ্ঞান রম্যের পাশাপাশি দারুণ একটি বিজ্ঞান কল্পগল্প। এ ছাড়াও খুদে বিজ্ঞানী, কার্যকারণ, পাঠকের প্রশ্নোত্তর, দুই চালে মাত, সুডোকুসহ রয়েছে আরও নানা আয়োজন।

বিজ্ঞানচিন্তার এ সংখ্যা বাজারে আসবে আগামী ১৬ আগস্ট। বৈচিত্রপূর্ণ এ আয়োজন আশা করা যায় বিজ্ঞানপ্রেমীদের হতাশ করবে না।

কীভাবে সংগ্রহ করবেন বিজ্ঞানচিন্তা

সারা দেশের যেকোনো প্রান্তে বিজ্ঞানচিন্তা হাতে পেতে চাইলে সাবস্ক্রিপশন করে নিতে হবে। অথবা নিজ এলাকার হকারকে বলে রাখতে পারেন। কিংবা পত্রিকা স্টলগুলোতে খুঁজলেও পাবেন। তা ছাড়া বিজ্ঞানচিন্তা ঘরে বসেই অর্ডার করতে পারবেন prothoma.com-এ। আগস্ট ২০২৩ সংখ্যা অর্ডার করতে ক্লিক করুন: prothoma.com/product/35271/bigganchinta-august-2023

যেভাবে করবেন সাবস্ক্রিপশন

সাবস্ক্রিপশনের জন্য ফোন দিতে পারেন নিচের নম্বরে: ০১৭০৮৪১১৯৯৬। এ ছাড়াও প্রতি মাসের বিজ্ঞানচিন্তায় সাবস্ক্রিপশন ফর্ম ছাপা হয়। ফর্ম পূরণ করে পাঠাতে পারেন বিজ্ঞানচিন্তার ঠিকানায়।

এক বছরের সাবস্ক্রিপশন ফি ৬০০ টাকা। তবে এ ক্ষেত্রে ১৪ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। দুই মাস ফ্রি! আর ছয় মাসের সাবস্ক্রিপশন ফি ৩০০ টাকা। এ ক্ষেত্রে ৭ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। অর্থাৎ এক মাস ফ্রি!

এ ছাড়াও রয়েছে ই-বিজ্ঞানচিন্তা। অনলাইনে ঠিক ছাপা সংস্করণের মতো বিজ্ঞানচিন্তা পড়তে দেখুন—e-prothomalo.com