ফটোফিচার
বিশ্বজুড়ে আমের মেলা
আম হলো ফলের রাজা। কিন্তু আমের রাজা কে? শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে শ্রেষ্ঠ আম কোনটি? এ নিয়ে অবশ্য বিতর্ক আছে। তাই তর্কাতীতভাবে বলা সম্ভব নয় কোনটি সেরা বা টপ টেনে ঠিক কোন জাতগুলো রাখা যায়। কিন্তু জনপ্রিয় ও আলোচিত ৫টি আমের একটি তালিকা কিন্তু করতে পারি।



