নোবেলের অজানা ৫

নোবেল ২০২২ দুয়ারে দাঁড়িয়ে। তার আগে চলুন বিজ্ঞানে নোবেল পুরস্কারের অজানা পাঁচ কাহিনি জেনে নিই সংক্ষেপে।

আজ সোমবার, ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এই পুরস্কার ও নোবেল প্রাপ্তদের নিয়ে আছে জানা-অজানা অনেক মজার তথ্য। সেরকম ৫টি তথ্য জেনে নেওয়া যাক, চলুন।
বাবা ও ছেলে পদার্থবিজ্ঞানে পেয়েছেন নোবেল

 ১. নীলস বোরকে তো আমরা সবাই চিনি। কিন্তু তাঁর ছেলে অউ নীলস বোর সম্পর্কে জানি কতজন! বাবার মতো ছেলেও পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ১৯৭৫ সালে। পারমাণবিক নিউক্লিয়াসে যৌথ গতি ও কণার গতির মধ্যকার সম্পর্ক আবিষ্কারের জন্য তিনি বেন মোটেলসন এবং জেমস রেইনওয়াটারের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান। একেই বলে, বাপকা বেটা!

২. লাইনাস পাউলিং (প্রচলিত ভুল উচ্চারণ, লিনাস পাউলিং) একমাত্র নোবেলজয়ী, যিনি এককভাবে দুবার নোবেল পেয়েছেন—১৯৫৪ সালে রসায়নে এবং ১৯৬২ সালে শান্তিতে। রাসায়নিক বন্ধনের প্রকৃতি বা অরবিটাল সংকরণ তত্ত্ব আবিষ্কারের জন্য ১৯৫৪ সালে রসায়নে নোবেল পুরস্কার পান এই মেধাবী বিজ্ঞানী। এর ৮ বছর পরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৯৬২ সালে তিনি শান্তিতে নোবেল পান।

লাইনাস পাউলিং এককভাবে রসায়ন ও শান্তিতে নোবেল পেয়েছেন
সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান রসায়নবিদ জন ব্যানিস্টার গুডএনাফ

৩. সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান রসায়নবিদ জন ব্যানিস্টার গুডএনাফ। ২০১৯ সালে তিনি যখন নোবেল পান, তখন তাঁর বয়স ছিল ৯৭ বছর। লিথিয়াম-আয়ন ব্যাটারি উদ্ভাবনের জন্য মিখাইল স্ট্যানলি উইটিংহাম এবং আকিরা ইয়োশিনোর সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান গুডএনাফ। ভদ্রলোক এখনও অর্থাৎ, ২০২২ সালেও বহাল তবিয়তে বেঁচে আছেন।

৪. পদার্থবিজ্ঞানে সবচেয়ে কম বয়সে নোবেল পেয়েছেন উইলিয়াম লরেন্স ব্র্যাগ। ১৯১৫ সালে তিনি যখন নোবেল পান, তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। কনিষ্ঠতম নোবেলজয়ী হিসেবে মালালা ইউসুফজাই-র নাম আমরা সবাই জানি। তাহলে লরেন্স ব্র্যাগ-এর কথা আলাদা করে বলছি কেন? কারণ, তিনি ১৯১৫ সালে পদার্থবিজ্ঞানের নোবেলটা যাঁর সঙ্গে যুগ্মভাবে পেয়েছেন, তিনি আর কেউ নন, লরেন্স ব্র্যাগের বাবা উইলিয়াম হেনরি ব্র্যাগ! এক্স-রে ব্যবহার করে কেলাসের গঠন বিশ্লেষণে অবদানের জন্য তাঁদেরকে এই পুরস্কার দেওয়া হয়। পিতা-পুত্রের একসঙ্গে একই বিষয়ে নোবেল পাওয়ার ঘটনা ইতিহাসে আর নেই।

পদার্থবিজ্ঞানে সবচেয়ে কম বয়সে নোবেল পেয়েছেন উইলিয়াম লরেন্স ব্র্যাগ
এক পরিবারের তিন সদস্য মেরি কুরি, পিয়ের কুরি ও ইরিন জুলিয়ো কুরি পেয়েছেন নোবেল।

৫. মেরি কুরি একমাত্র নারী, যিনি দুবার নোবেল পেয়েছেন—১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে। ১৯০৩ সালে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য দেওয়া নোবেলটি ভাগাভাগি হয় তিনজনের মধ্যে—মেরি কুরি, তাঁর স্বামী পিয়ের কুরি ও হেনরি বেকরেল। ১৯১১ সালে রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য রসায়নে মেরি যে নোবেলটি এককভাবে পান, তা হয়তো তিনি স্বামী পিয়ের-এর সঙ্গে যুগ্মভাবেই পেতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯০৬ সালে এক দুর্ঘটনায় মারা যান পিয়ের কুরি । মেরির মেয়ে ইরিন জুলিয়ো কুরি (প্রচলিত ভুল উচ্চারণ—আইরিন জুলিয়েট কুরি) রসায়নে নোবেল পান ১৯৩৫ সালে। পুরোদস্তুর নোবেল পরিবার!