আইসল্যান্ডের উপদ্বীপে আগ্নেয়গিরি

আগ্নেয়গিরির ফাটল থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে

সম্প্রতি আইসল্যান্ডের রেকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। ১৮ ডিসেম্বর আইসল্যান্ডের আবহাওয়া অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। তবে ওই আগ্নেয়গিরি যে যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে, তা কয়েক সপ্তাহ আগেই তাঁরা টের পেয়েছিলেন। সে হিসেবে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। 

কয়েক মাস ধরেই উপদ্বীপটিতে আগ্নেয়গিরি বিস্ফোরিত হব হব করছিল। ২৫ অক্টোবর ফাগ্রাদালফাল আগ্নেয়গিরির আশপাশের অঞ্চলে বাড়তে থাকে ভূমিকম্প। কয়েক ঘণ্টার ব্যবধানে ওই আগ্নেয়গিরির আশপাশে প্রায় ১০টি ভূমিকম্প হয়। এর মধ্যে শক্তিশালী ভূমিকম্প দুটি ছিল ৪.৫ ও ৩.৯ মাত্রার। এরপরের দুই সপ্তাহ ধরে শত শত ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে। এ থেকে দেশটির আবহাওয়াবিদরা বুঝতে পেরেছিলেন, ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাত আসন্ন। 

১৮ ডিসেম্বর, সোমবার আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়। বাতাসের ১০০ ফুট পর্যন্ত লাভা ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরির আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রচুর গলিত শিলা। চারপাশের আকাশ ভরে যায় কমলা ও লাল রঙের ধোঁয়ায়। অবিশ্বাস্য সেই ছবিগুলো দেখে নিন এক নজরে। 

১/১০ 

ছবি: নূরফটো/ গেটি ইমেজ

কয়েক সপ্তাহের ভূমিকম্পের কারণে আবহাওয়াবিদরা আগে থেকেই বুঝতে পারেন, আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হবে। তাই ছবি তোলার জন্য পাঠানো হয়েছিল একটি ড্রোন। সেই ড্রোনে ধরা পড়েছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের এই অবিশ্বাস্য ছবি।

২/১০ 

ছবি: জেফ মিচেল/ গেটি ইমেজ

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের আগ্নেয়গিরি দেখছে মানুষ। কয়েক সপ্তাহের ভূমিকম্পের পরে বিস্ফোরিত হয়েছে এই আগ্নেয়গিরি।  

৩/১০ 

ছবি: ক্রিস্টিন ম্যাগনাসন/ গেটি ইমেজ

১৯ নভেম্বর একটি ফাটল থেকে প্রথম গলিত লাভা বের হতে দেখা যায়।

৪/১০ 

ছবি: ক্রিস্টিন ম্যাগনাসন/ গেটি ইমেজ

আইসল্যান্ডিং মিটিওরোলজিক্যাল অফিসের (IMO) তথ্যমতে, আগ্নেয়গিরির ফাটল দেখার ৯০ মিনিট পরে শুরু হয় বিস্ফোরণ।

৫/১০

ছবি: মিকা গ্যারেন/ গেটি ইমেজ

লাভা নিঃসরণকারী ফাটলটি প্রায় ৪ কিলমিটার দীর্ঘ। এটি এসভার্টসেঙ্গি পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি অবস্থিত।

৬/১০

ছবি: ক্রিস্টিন ম্যাগনাসন/ গেটি ইমেজ

রেকজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরির প্রায় এক হাজার বছরের চক্রের অংশ এই অগ্ন্যুৎপাত।

৭/১০ 

ছবি: মিকা গ্যারেন/ গেটি ইমেজ

আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরিবিদরা ১৯ ডিসেম্বর অগ্ন্যুৎপাত পর্যবেক্ষগণ করেন।

৮/১০ 

ছবি: গেটি ইমেজ

আগ্নেয়গিরি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন্ডাভিক শহর।  

৯/১০ 

ছবি: নূরফটো/ গেটি ইমেজ

ছবিতে আইসল্যান্ডের প্রেসিডেন্টের সরকারি বাসভবন দেখা যাচ্ছে। এই বাসভবন থেকে বিস্ফোরণের লাভা ও ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছে।

১০/১০ 

ছবি: গেটি ইমেজ

এই ছবিটি ১৯ ডিসেম্বরের। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরের দৃশ্য এটি।