সালোকসংশ্লেষণ নামটি যেভাবে পেলাম

সহজ-সরল কোনো কিছু থেকে একটু জটিল কোনো পদার্থ তৈরি করার প্রক্রিয়াকে গ্রিক ভাষায় বলা হয় সিনথেসিস (synthesis)। এর সরল অর্থ ‘একসঙ্গে করা’। বাংলায় বলা হয় সংশ্লেষণ। আর সংশ্লেষণে যখন আলোকশক্তি ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ফটোসিনথেসিস (photosynthesis)। এখানে গ্রিক ফটো শব্দের অর্থ আলো। এই সংশ্লেষণে আলো ব্যবহার হয় বলেই তা ফটোসিনথেসিস। এর বাংলা অর্থ করা হয়েছে সালোকসংশ্লেষণ, অর্থাৎ আলোসহ সংশ্লেষণ