বায়ুদূষণের মানচিত্র

চীন, পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ পৃথিবীর অন্যতম জনাকীর্ণ দেশগুলোর মানুষ সবচেয়ে দূষিত বায়ুতে শ্বাস নেয়। এই মানচিত্রে পিএম ২.৫ কণার কারণে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তা দেখা যাচ্ছে। তথ্য সংগ্রহ করা হয়েছে ২০২০ সালের বেশ কিছু মাসজুড়ে। এখান থেকে একটি বড় বৈষম্যও চোখে পড়বে। পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত ৫০টি শহরের বেশির ভাগই এশিয়ায়। বনাঞ্চলে আগুনের জন্য যুক্তরাষ্ট্রের কিছু শহরও এতে স্থান পেয়েছে।

বায়ুদূষণের মানচিত্র

ইউরোপ

কয়লা পোড়ানো, শিল্পকারখানা, কৃষি ইত্যাদির কারণে ইউরোপের কিছু অঞ্চলের বাতাস যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি দূষিত।

মঙ্গোলিয়া

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে ১৫ লাখ মানুষের বসবাস। এখানকার বাতাস প্রচণ্ড দূষিত। বিশেষ করে শীতকালে যখন অনেক বাসায় মানুষ তাপের জন্য কয়লার চুলা জ্বালিয়ে রাখে, তখন বাতাসের খুবই খারাপ অবস্থা হয়।

চীন

গত এক যুগে সরকারি উদ্যোগে চীনে পিএম ২.৫ কণার পরিমাণ ৩০ শতাংশ কমেছে। এরপরও ২০১৯ সালে ১.৪ মিলিয়ন চৈনিক বায়ুদূষণে মারা গেছে। এ দেশে পিএম ২.৫–এর মূল উৎস হলো কয়লা ও ডিজেল।

বাংলাদেশ

২০১৯ সালে বাংলাদেশে বায়ুদূষণের জন্য ২০ শতাংশ মানুষ মারা গেছে। এটি বাংলাদেশে নির্ধারিত সময়ের আগে মানুষের মৃত্যুর অন্যতম কারণ।

ভারত

দিল্লির বাতাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা থেকে পিএম ২.৫ কণার মাত্রা প্রায় ১০ গুণ বেশি!

পাকিস্তান

পিএম ২.৫ কণার দূষণের দিক থেকে পাকিস্তান দ্বিতীয় অবস্থানে আছে। গাড়ি ও অন্যান্য কারখানা এর মূল উৎস।