১৯৮৯ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জনের পরে হকিং তাঁর স্ত্রী জেন ও ছেলে টিমের সঙ্গে।আজ স্টিফেন হকিং-এর জন্মদিন। ১৯৪২ সালের ৮ জানুয়ারি তাঁর জন্ম। আমাদের কালের এই মহানায়কের বর্ণাঢ্য জীবন পাঠকের জন্য তুলে ধরা হলো কিছু ছবিতে। দ্য টেলিগ্রাফ অবলম্বনে ফটোফিচারটি তৈরি করেছেন বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য কাজী আকাশ।

















