জানা-অজানা
আটপেয়ে অক্টোপাস
তারা সুদর্শন, কিন্তু শক্তিশালী। ভয়াল কিন্তু আকর্ষণীয়। গভীর জলের এই অনন্য সুন্দরকে জানতে চান?
জানেন কি?
বিভিন্ন প্রজাতির অক্টোপাসের মাপ বিভিন্ন রকম হয়। ক্ষুদ্রতম অক্টোপাস ওলফি মাত্র ২.৫ সেন্টিমিটার লম্বা। আর ওজন ১ গ্রামেরও কম। দৈত্যাকৃতির প্যাসিফিক অক্টোপাস ৫ মিটার লম্বা হয়। গড় ওজন প্রায় ৫০ কেজি।
কর্ষিকা বনাম বাহু
অক্টোপাসের আসলে বাহু আছে, কর্ষিকা নয়। স্কুইডের আটটি বাহু এবং দুটি কর্ষিকা আছে। তাহলে পার্থক্য কোথায়? সব স্তন্যপায়ীর বাহু থাকে। এ ক্ষেত্রে কর্ষিকাগুলো বাহুতে পরিণত হয় শুধু।
জানেন কি?
অক্টোপাসের চমৎকার অনুভূতি আছে। এদের স্পর্শ করলে রিসিপটর ব্যবহার করে ধারণা করতে পারে তাদের শরীরে কী স্পর্শ করেছে।
ক্র্যাকেন কী?
ক্র্যাকেন স্ক্যান্ডিনেভিয়ানদের অধিবাসীদের কল্পিত সমুদ্রের দৈত্য। এই দৈত্য নাকি সহজেই সাগরতলে জাহাজ ডুবিয়ে দিতে পারে। একসময় রহস্যময় এক প্রাণী নাবিকদের মধ্যে ভীতি সঞ্চার করেছিল। এটা নিয়ে ব্যাপকভাবে লেখালেখি হয়। এমনকি অনেক সিনেমাও বানানো হয়েছে এ নিয়ে। বিশেষজ্ঞদের মতে, দৈত্যাকৃতির স্কুইড থেকেই এ ধরনের মিথের জন্ম। এসব স্কুইড ১৪ মিটার পর্যন্ত লম্বা হয়। নাবিক বা জেলেদের মধ্যে সমুদ্রের প্রাণীদের আকার সম্পর্কে বাড়িয়ে বলার একটা প্রবণতা দেখা যায়।
আপনি কি জানেন?
২০১৬ সালে নিউজিল্যান্ডের জাতীয় অ্যাকোয়ারিয়ামে, একটি অক্টোপাস ট্যাংক থেকে বেরিয়ে একটি ড্রেনপাইপে পড়েছিল। ভাগ্যক্রমে সমুদ্রের সঙ্গে সংযোগ ছিল পাইপটির। তাই আট পা–বিশিষ্ট স্কুইডটি বেঁচে যায় সে যাত্রায়। অক্টোপাসের শরীরে হাড় নেই, তাই সরু জায়গা গলিয়ে বেরিয়ে যেতে পারে।
স্কুইড বনাম অক্টোপাস
অক্টোপাস এবং স্কুইড চেনার সবচেয়ে সহজ উপায় হল, এদের দেহের আকৃতি দেখা। অক্টোপাসের বৃত্তাকার মাথা ও নমনীয় শরীর। অন্যদিকে স্কুইড আকারে লম্বা, দেহ পাতলা এবং কলমের মতো একটি শক্ত মেরুদণ্ড থাকে।
অক্টোপাসের কেন একাধিক হৃৎপিণ্ড থাকে?
অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড থাকে। একাধিক হৃৎপিণ্ড থাকলে বেশি ভালোবাসা যায়! রসিকতা করলাম। এদের সব কটি হৃৎপিণ্ডই গুরুত্বপূর্ণ কাজে করে। একটি সম্পূর্ণ শরীরে রক্ত সঞ্চালন করে এবং অন্য দুটি ফুলকায় রক্ত সঞ্চালন করে। এর সম্ভাব্য কারণ এদের সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের রক্ত। অক্টোপাসের রক্ত কপারসমৃদ্ধ। তাই রক্তের রং নীল। এই রক্ত অক্সিজেন সঞ্চালনে খুব বেশি দক্ষ নয়। তিনটি হৃৎপিণ্ড সম্পূর্ণ শরীরে রক্তপ্রবাহে সাহায্য করে।
ভেরি ইন্টারেস্টিং ম্যাগাজিন অবলম্বনে কাজী আকাশ