পাহারাদারকে আক্রমণ

আমরা বেশ কয়েক সংখ্যা ধরে দাবা খেলায় কৌশলের ব্যবহার নিয়ে আলোচনা করছি। অধিকাংশ কৌশলের মূল উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের ঘুঁটি কাটা। কিন্তু আপনি কাটতে চাইলেই যে তা করতে পারবেন তা কিন্তু নয়। আপনি একটা ঘুঁটির ওপর আক্রমণ তৈরি করলেন, ঘুঁটিটা কাটবেন। প্রতিপক্ষ তো বসে থাকবে না, আক্রমণ প্রতিহত করতে কোনো একটা বুদ্ধি খুঁজবে। ঘুঁটির জন্য বসাবে পাহারা। ওই পাহারাকে কীভাবে জয় করা যায়, প্রতিপক্ষের রক্ষণকে কীভাবে ভেঙে ফেলা যায়, তা নিয়ে আমরা এবার আলোচনা করব।

আপনি প্রতিপক্ষের একটা ঘুঁটিকে আক্রমণ করলেন। সে কীভাবে তা প্রতিহত করতে পারে? ধরা যাক, আপনি আক্রমণটা তৈরি করেছেন ঘোড়া দিয়ে, তার হাতির ওপর। সে দুভাবে এই আক্রমণ প্রতিহত করতে পারে, তার হাতিকে সরিয়ে অথবা অন্য একটা ঘুঁটি এনে হাতির পাহারায় বসিয়ে দিয়ে। প্রথমটা করলে আপনি আর ঘুঁটিটা কাটতে পারলেন না, দ্বিতীয়টা করলে আপনার জন্য আরেকটা ফোকাস পয়েন্ট হলো, পাহারাদার ঘুঁটিকে আগে ঘায়েল করা। খেলার যেকোনো মুহূর্তে এমন অনেক আক্রমণ আপনার পক্ষে থাকতে পারে, যেগুলোর আবার পাহারাদার আছে। সেসব ক্ষেত্রে কীভাবে ওই ঘুঁটিটা কাটা যায়, তা-ই হলো পাহারাদারকে আক্রমণ, ইংরেজিতে বলে Removing the guard|

পাহারাদারকে সরিয়ে আসল ঘুঁটিটাকে নড়বড়ে করতে আপনি চার ধরনের কৌশল অবলম্বন করতে পারেন—১. পাহারাদার ঘুঁটিকেই কেটে ফেলা, ২. পাহারাদার ঘুঁটিকে আক্রমণ করে হুমকির মধ্যে ফেলা, যাতে তা সরে যেতে বাধ্য হয়, ৩. পাহারাদার ঘুঁটি ও আক্রান্ত ঘুঁটির কথা চিন্তা না করে বোর্ডের অন্য কোথাও অন্য ঘুঁটির চাল দেওয়া অথবা ৪. পাহারাদার ঘুঁটি ও আক্রান্ত ঘুঁটির মাঝে কোনো একটা ঘুঁটি চাল দিয়ে পাহারাকে নষ্ট করা (যেমন কোনো হাতি আর নৌকার মাঝে একটা সৈন্য চাল দিলে হাতিকে নৌকা আর পাহারা দিতে পারবে না)। এই লেখায় আমরা শুধু পাহারাদার ঘুঁটিকে কাটার কৌশল কীভাবে কাজ করে, বোঝার চেষ্টা করব।

উদাহরণ হিসেবে দেখা যাক ছবি ১-এর অবস্থা। আমাদের সাদা ঘুঁটি। প্রথমেই খুঁজতে হবে আসলে কোন ঘুঁটি দিয়ে কাকে আক্রমণ করছি। অন্তত দুটি আক্রমণ আছে এখানে। সাদার নৌকা আক্রমণ করছে কালোর হাতিকে, যাকে পাহারা দিচ্ছে একটা সৈন্য এবং একটা নৌকা। আবার সাদার মন্ত্রী আক্রমণ করছে কালোর ঘোড়াকে, যাকে পাহারা দিচ্ছে কালোর হাতি। আমরা এ ক্ষেত্রে কী করব?

বুদ্ধি হলো, পরপর দুটি ঘুঁটিই কাটা। নৌকা দিয়ে যদি হাতিকে কাটা হয় (Rxe6), প্রতিপক্ষ সৈন্য বা নৌকা দিয়ে সাদার নৌকা কাটবে, (ধরা যাক প্রতিপক্ষ চালল Rxe6)। ওই মুহূর্তে এই বিনিময় করে কিন্তু কালো লাভবান হলো, কিন্তু পরের দানেই সাদার মন্ত্রী কালোর ঘোড়াকে কাটতে পারবে অনায়াসে, কারণ পাহারাদার হাতি ইতিমধ্যে কাটা পড়েছে। সব মিলিয়ে একটা নৌকার বিনিময়ে একটা ঘোড়া এবং একটা হাতি পাওয়া গেল, শেষপর্যন্ত এই বিনিময়ে এগিয়ে থাকে সাদাই।

উদাহরণটা ছিল পাহারাদার ঘুঁটি আগে খেয়ে আক্রান্ত ঘুঁটিটাকে খাওয়া। এখানে কালো কিন্তু অন্যভাবেও হাতিকে কাটার উত্তর দিতে পারত। Nxf2, একটা সৈন্য কেটে মন্ত্রীর ওপর হুমকি তৈরি করে। যদিও তাতে শেষ রক্ষ হতো না, এই সৈন্যের বদলে ওদিকে তাকে একটা নৌকা হারাতে হতো, কারণ সাদা নৌকা Rxe8+ চাল দিতে পারত। যেহেতু রাজা চেকে পড়ত, পরের দানে সাদা এই ঘোড়াকে কেটে ফেলতে পারত।

যাহোক, আমাদের দেখানো উদাহরণ থেকে কয়েকটা ব্যাপার লক্ষণীয়। প্রথমেই দেখা যাক কালোর ঘোড়া, এই ঘুঁটিটা প্রতিপক্ষের এলাকায় চলে এসেছে, শুধু অন্য একটি ঘুঁটির পাহারা নিয়ে। এভাবে অরক্ষিত ঘুঁটি প্রতিপক্ষের এলাকায় পাঠিয়ে দিলে ফোর্ক করে অনেক সময় ঘুঁটিটি কেটে ফেলতে পারে। তাই যথেষ্ট সুরক্ষা না নিয়ে প্রতিপক্ষের এলাকায় মূল্যবান ঘুঁটি পাঠানো উচিত নয়।

আরেকটা ব্যাপার দেখা যাবে প্রতিপক্ষের ঘুঁটির ক্ষেত্রে। তার সবগুলো ঘুঁটিই পাহারার মধ্যে ছিল। কিন্তু সে পাহারায় দুর্বলতাও ছিল। যেমন হাতি, একে পাহারা দিচ্ছিল একটা সৈন্য। খুবই ভালো পাহারা, কারণ এই ঘুঁটি কাটতে হলে প্রতিপক্ষকে অন্তত একটা মূল্যবান ঘুঁটির বিনিময় করতে হবে। অপর দিকে ঘোড়াকে পাহারা দিচ্ছিল একটা হাতি, যার দুর্বলতা আমরা দেখেছি। এ থেকে আমরা শিখতে পারি, কোনো ঘুঁটিকে পাহারার জন্য সাধারণভাবে ওই ঘুঁটির চেয়ে কম দামি ঘুঁটি রাখা উচিত। আর প্রতিপক্ষ তা না করলে সুযোগটা আপনাকে নিতেই হবে।

পাহারাদারকে আগে কেটে আসল ঘুঁটিকে কাটার জন্য আসল নিয়মটা কী? আপনাকে এ জন্য প্রথম একটা আক্রমণ খুঁজে বের করতে হবে। আক্রমণ করতে গিয়ে দেখলেন ওই ঘুঁটিকে পাহারা দিচ্ছে অন্য একটা ঘুঁটি। তখন আপনাকে চেষ্টা করতে হবে পাহারাদার ঘুঁটিটি প্রথমে কাটার।

আরেকটি উদাহরণ দেখা যাক ছবি ২-এ। এবার চালতে হবে কালোর ঘুঁটি। সাদার দুটি ঘুঁটিকে আক্রমণ করছে কালো, একটা নৌকা, একটা হাতি। সাদার হাতিকে কেটে আসলে কোনো মূল্যবান ঘুঁটি জেতা সম্ভব নয়, কারণ পাহারাদার সৈন্য। নৌকার ক্ষেত্রে পাহারাদার হাতি। অর্থাৎ এই ঘুঁটিটি কাটলেই বিনিময়ে একটা মূল্যবান ঘুঁটি পাওয়া যায়। কিন্তু সাদার নৌকা কাটতে গেলে আমাদের চোখে পড়বে এই ঘুঁটির পাহারা আছে, হাতি। তাহলে প্রথমে কাটতে হবে হাতি (Rxg6+), সাদা জবাব দেবে সৈন্য দিয়ে নৌকা কেটে। এখন কিন্তু সাদার নৌকার আর কোনো পাহারা নেই, নিশ্চিন্তে কালো চালতে পারে Rxe4।

৩, ৪ ও ৫ নম্বর ছবিতে তিনটি সমস্যা দেওয়া হলো। প্রথম দুটিতে শুরুতে সাদার চাল, ৫ নম্বরটায় প্রথমে হবে কালোর চাল। তিনটি সমস্যাতেই প্রথমে পাহারাদারকে আগে কেটে তারপর আক্রমণ করতে হবে। সমাধানের চেষ্টা করুন।

সবশেষে পুরো ব্যাপারটা আবার সংক্ষেপে দেখা যাক। যেকোনো সময় চাল দেওয়ার আগে খুঁজে দেখতে হবে প্রতিপক্ষের কোন কোন ঘুঁটিকে আক্রমণ করা যাচ্ছে বা তার কোন ঘুঁটিগুলো আক্রান্ত। সেগুলোর কোনো পাহারা আছে কি না, তাহলে পাহারাদার ঘুঁটিকে কাটার সুযোগ থাকলে শুরুতে সেটা কাটতে হবে। এই কৌশলটি আপনি আয়ত্তে আনার চেষ্টা করুন। পরের সংখ্যায় আমরা আলোচনা করব পাহারাদারের সুরক্ষা অন্য কী উপায়ে বানচাল করা যায়।

*লেখাটি বিজ্ঞানচিন্তার ২০১৮ সালের মার্চ সংখ্যায় প্রকাশিত