বনাঞ্চল বাড়াচ্ছে এমন সেরা ১০ দেশ

আজ ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। চলুন জেনে নেওয়া যাক, বিশ্বের কোন দশটি দেশ সবচেয়ে বেশি বনাঞ্চল বাড়াচ্ছে।

বন উজাড় একটি মানবসৃষ্ট সমস্যা। প্রতি বছর বিশ্বে প্রায় ৪৭ হাজার বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হচ্ছে। গত ৫০ বছরে শুধু আমাজন বনেরই ১৭ শতাংশ উজাড় হয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু দেশ দেখাচ্ছে আশার আলো। দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে বৃদ্ধি করছে বনভূমি। এখানে এরকম শীর্ষ ১০টি দেশের তথ্য দেওয়া হলো।
১. চীন: ১৯ হাজার ৩৭০ বর্গ কিলোমিটার (এর আয়তন দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানের চেয়ে বেশি)
২. অস্ট্রেলিয়া: ৪ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার
৩. ভারত: ২ হাজার ৬৬০ বর্গ কিলোমিটার (মরিশাস দ্বীপের চেয়েও বেশি এই এলাকার আয়তন)
৪. চিলি: ১ হাজার ৪৯০ বর্গ কিলোমিটার (এর আয়তন লন্ডন শহরের চেয়ে কিছুটা ছোট)
৫. ভিয়েতনাম: ১ হাজার ২৬০ বর্গ কিলোমিটার
৬. তুরস্ক: ১ হাজার ১৪০ বর্গ কিলোমিটার
৭. যুক্তরাষ্ট্র: ১ হাজার ৮০ বর্গ কিলোমিটার
৮. ফ্রান্স: ৮ শত ৩০ বর্গ কিলোমিটার
৯. ইতালি: ৫৪০ বর্গ কিলোমিটার
১০. রোমানিয়া: ৪ শ ১০ বর্গলিমিটার

সূত্র: ভেরি ইন্টারেস্টিং ম্যাগাজিন