বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ষষ্ঠ আসর শুরু

Hp

অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) আঞ্চলিক পর্ব ।

রোববার বিকেল তিনটায় প্রায় দশ হাজার শিক্ষার্থী অনলাইনে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। সারা দেশের তৃতীয় থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়ার সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেয়। করোনা মহামারির কারণে এ বছর জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সকল কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে চারটি ক্যাটাগরিতে⎯ প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১ জানুয়ারি ২০০৬ সালের পর যাদের জন্ম)।

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে এই অলিম্পিয়াডের পরীক্ষা নেওয়া হয়েছে। আইজেএসওতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অনুর্ধ ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা যাচাই করা হয়।

দুপুর একটায় বিডিজেএসওর আঞ্চলিক পর্বের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, আন্তর্তাজিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কোঅর্ডিনেটর অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী ও আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে অলিম্পিয়াডের জন্য সারা দেশের শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করেন। আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

প্রতিবছর বিডিজেএসও-তে বিজয়ী শিক্ষার্থীর নিয়ে একটা বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। সেই ক্যাম্প থেকেই নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল। করোনা পরিস্থিতির কারণে এ বছর ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) ২০২০ স্থগিত করা হয়েছে। ও শিক্ষার্থীদের মধ্যে অনুশীলন ও ধরাবাহিকতা বজায় রাখার জন্য এ বছর তাই বিডিজেএসও আয়োজন করা হচ্ছে অনলাইনে। বিজয়ীদের জন্য থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার।

উল্লেখ্য আল আরাফা ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। এছাড়া সহযোগী হিসেবে আছে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।