শেষ হলো ষষ্ঠ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় পর্ব শেষ হলো। ১৮ ডিসেম্বর, শুক্রবার সকাল দশটায় সারা দেশের আঞ্চলিক পর্বে বিজয়ী ৩ হাজার শিক্ষার্থী এই অনলাইন অলিম্পয়াডে অংশ নেয়। পরীক্ষা শেষে এক শ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে ছিল মেডেল, সার্টিফিকেট ও টি-শার্ট।

করোনা পরিস্থিতির কারণে এ বছর জুনিয়র সায়েন্স অলিম্পাডের সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয়। তাই জাতীয় পর্বের বিজয়ীদের পুরস্কার হাতে হাতে দেওয়া হয়নি। বিজয়ীদের ঠিকানায় যথাসময়ে পুরস্কার পৌঁছে দেবে আয়োজক কমিটি। নির্ধারিত পুরস্কার ছাড়াও বিজয়ীদের জন্য থাকছে মোট ৫০ হাজার টাকা পুরস্কার।

বিজয়ীদের নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হবে বিশেষ ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই ২০২১ সালে আন্তর্জাতিক জুনিয়র অলিম্পিয়াডের বাংলাদেশ দল গঠন করা হবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে এ বছর ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) ২০২০ স্থগিত করা হয়েছে।

এর আগে বিডিজেএসও-র আঞ্চলিক পর্বের জন্য প্রায় দশ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে ১৩ ডিসেম্বর আয়োজিত হয় বিডিজেএসওর আঞ্চলিক পর্বে। সেখান থেকে বিজয়ী তিন হাজার শিক্ষার্থী সুযোগ পায় জাতীয় পর্বে অংশগ্রহণের।

তৃতীয় থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে বিডিজেএসওতে অংশ নেয়। তৃতীয়-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইমারি, ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীর জুনিয়র, নবম- দশম শ্রেণির শিক্ষার্থীরা সেকেন্ডারি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্পেশাল ক্যাটাগরি বিডিজেএসওতে অংশ নেয়।

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে এই অলিম্পিয়াডের পরীক্ষা নেওয়া হয়। আইজেএসওতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অনুর্ধ ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা যাচাই করা হয়।

আল আরাফা ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। এছাড়া সহযোগী হিসেবে ছিল প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4 এবং ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।