হাঙর নিয়ে বেশ কয়েকটি সফল টিভি শো ও সিনেমা তৈরি হয়েছে। এর পরপরই হাঙরের ভয়ংকর দাঁত নিয়ে ভীতি জনমনে। বাংলাদেশে কয়েক প্রজাতির হাঙরের দেখা মেলে। বঙ্গোপসাগরে টাইগার শার্ক ও ব্ল্যাকটিপ শার্ক পাওয়া যায়। এ দেশে টাইগার শার্ক বা বাঘ হাঙর এবং ব্ল্যাকটিপ শার্ক বা কালা হাঙর নামে পরিচিত। সুন্দরবনের উপকূলে কালা হাঙরের আবাসস্থল থাকলেও এখন বিলুপ্তপ্রায়। তবে বাংলাদেশে হাঙরের আক্রমণে আহত হওয়ার নজির নেই বললেই চলে।