সময় যত এগোচ্ছে, বিজ্ঞানচিন্তা তত অগ্রসর হচ্ছে নতুনত্বের দিকে। চমৎকার সব সংখ্যায় অভিভূত হচ্ছে পাঠকেরা। এবারের সংখ্যাটি ছিল আমার জন্য আরও স্পেশাল। কারণ, টাইম ট্রাভেল আমার সবচেয়ে আগ্রহের জায়গা। বিজ্ঞানের এই বিষয়টির প্রতি আমার জানার আগ্রহ সবচেয়ে বেশি, তাই এই সংখ্যাটি আমার কাছে সর্বকালের সেরা সংখ্যা ছিল।
হামদুল্লাহ ফুয়াদ, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, রাজবাড়ী