বিজ্ঞানচিন্তার সব সংখ্যাই অতুলনীয়

আমি বিজ্ঞানচিন্তার অনেক বড় ভক্ত। একদিন আব্বুর সঙ্গে খবরের কাগজ কেনার জন্য একটা দোকানে গিয়ে দেখি, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ নিয়ে একটি ম্যাগাজিন (কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানচিন্তা সংখ্যা ২০২১)। সেটি আমি কিনে ফেলি। এর পর থেকে প্রায় সব সংখ্যা আমার কাছে আছে। সাতক্ষীরায় ওই দোকানে তিন-চারটা বিজ্ঞানচিন্তা আসে। তার মধ্য থেকে আমি একটা কিনি। আমার বাড়ি শহর থেকে কিছুটা দূরে। এ জন্য সময়মতো যেতে না পারায় জানুয়ারির সংখ্যাটা পেলাম না। শুনেছি, এ সংখ্যা নাকি ডাইনোসর নিয়ে হয়েছে। আমার ডাইনোসর অনেক ভালো লাগে। তাদের কাহিনি, সবকিছু ভালো লাগে। আসলে বিজ্ঞানচিন্তার সব সংখ্যাই অতুলনীয়। বিজ্ঞানচিন্তা স্কুলে নিয়ে গিয়ে আমার বন্ধুদের পড়াই। তারাও বেশ মজা পায়।

তৌফিক হোসাইন, দশম শ্রেণি, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা

* চিঠিটি বিজ্ঞানচিন্তার মার্চ ২০২৪ সংখ্যায় প্রকাশিত