তোমার উত্তরের অপেক্ষায়

বিজ্ঞানচিন্তার ডিসেম্বর ২০২৩ সংখ্যা

এবারের নভেম্বর মাসের সংখ্যা এককথায় ফাটাফাটি ছিল। কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট ও ট্যাকিওন পড়ার সময় যেন কোয়ান্টাম দুনিয়ায় চলে গিয়েছিলাম। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ও কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে পরবর্তী সংখ্যায় জানতে চাই। প্লিজ, আমার এই অনুরোধ রেখ।

থিওরিটিক্যাল ফিজিকস নিয়েও আমার আগ্রহ অনেক। সুতরাং এটা নিয়েও ভবিষ্যতে একটা সংখ্যা করতে পারো। প্রথম বাংলাদেশি হিসেবে গ্যালিলিও গ্যালিলি পুরস্কারপ্রাপ্ত ড. মাহদী রহমান চৌধুরী ও তাঁর গবেষণা সম্বন্ধে ফিচার করলে খুব খুশি হব। আরেকটা কথা, তুমি চিঠির উত্তর দাও না কেন? এত কষ্ট করে পাঠকদের লেখা চিঠির উত্তর দিলেই তো পারো। তাহলে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।

মালিহা তাসনিম, দশম শ্রেণি, গভ. মডেল গার্লস হাইস্কুল, ব্রাক্ষণবাড়িয়া