সঙ্গে আছে বিজ্ঞানচিন্তা

বিজ্ঞানচিন্তার ডিসেম্বর ২০২৩ সংখ্যা

আমার কোনো বন্ধু নেই। সত্যি বলছি। অন্যদের দেখি বন্ধুদের ছেড়ে এক মুহূর্ত সময় কাটে না। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ছাড়াও অন্যান্য মাধ্যমে চ্যাটিং করে তারা সময় নষ্ট করে। অথচ দেখো, ঘুরেফিরে আমিই ভালো আছি। লাইব্রেরির বিভিন্ন বই পড়ে ও কম্পিউটারে দাবা খেলে আমার সময় কাটে। সায়েন্সের বিভিন্ন বই পড়ে ও এক্সপেরিমেন্ট করে আনন্দ পাই। আর পড়াশোনা তো আছেই। আছে বিজ্ঞানচিন্তাও। তবে সমস্যা কোথায় জানো, ইদানীং বিজ্ঞানচিন্তার সংখ্যাগুলো বেশ কঠিন মনে হচ্ছে। একটু খোলামেলাভাবে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। ভালো থেকো।

(তোমাকে দেওয়া তৃতীয় চিঠি) 

রামিশা তাবাসসুম ফারিহা, সপ্তম শ্রেণি, নান্দাইল পাইলট গার্লস হাইস্কুল, ময়মনসিংহ

* চিঠিটি বিজ্ঞানচিন্তার ডিসেম্বর ২০২৩ সংখ্যায় প্রকাশিত