তোমার ওপর কিন্তু আমি রেগেই আছি। বন্ধু হয়ে মনের কথা বুঝতে পারো না। আমি যে প্রাচীন সভ্যতা নিয়ে আরও একটা সংখ্যা চাই, বন্ধু হয়ে তা তুমি না বুঝলে কী করে হয়? বয়স তো হলো অনেক। এতগুলো সংখ্যা বের করেছ। কিন্তু এর মধ্যে আমার আগ্রহের প্রাচীন সভ্যতা নিয়ে সংখ্যা করেছ মাত্র একটা। প্রাচীন সভ্যতা নিয়ে আরও কয়েকটা সংখ্যা করো। তুমি ছাড়া আর কারো কাছে তো চাইতে পারি না। সেই যে মিশর নিয়ে সংখ্যাটা করেছিলে, কী চমৎকার হয়েছিল! সংখ্যাটা হাতে পাওয়ার পর যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিটা পৃষ্ঠা উল্টেপাল্টে প্রথমে দেখে নিই, কী কী গুপ্তধন লুকিয়ে রেখেছ ভেতরে। প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিয়ে, তারপর পড়া শুরু করি। সবার আগে পড়ি কমিকস আর বিজ্ঞান রম্য। আর সবচেয়ে বড় লেখাগুলো ধীরে ধীরে পড়ার জন্য রেখে দিই। তারপর এক বসায় শেষ করি। তোমার জন্য ভালোবাসা রইল।
শেফালি শিকদার, আমগ্রাম, রাজৈর, মাদারীপুর